পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রাচীন বাংলা পুথি সাহিত্যের গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের সার্ধশত জন্মবর্ষ উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, আবদুল করিম সাহিত্যবিশারদের চেতনা ধারণ করে পটিয়াসহ সারা দেশ আলোকিত হবে। এ রকম একজন অসাধারণ মানুষকে তাঁর দীপ্ত চেতনার যে আলোকিত উৎস গণমানুষের জীবনকে ধন্য করেছে তা সর্বত্র পৌঁছে দেওয়া প্রত্যেকের দায়িত্ব। এ দায়িত্ব নিয়ে সবাই যখন এগিয়ে যাবে তখন মনে হবে আবদুল করিম সাহিত্যবিশারদ শুধু একজন ব্যক্তিমাত্র নয়। তিনি একজন ইতিহাস ঐতিহ্যের মানুষ যাকে ধারণ করে জাতি তাঁর সমগ্র চেতনাকে অগ্রগামী করে সুদূর পথে এগিয়ে যাওয়ার চিন্তা করছে।
সেলিনা হোসেন আরও বলেন, ভাষা আন্দোলনের সঙ্গে আবদুল করিম সাহিত্যবিশারদের নাম উচ্চারিত হোক। কারণ, তিনি বলেছেন—ঐতিহ্য সম্পর্কবিহীন সংস্কৃতি সাধনা অসম্ভব। আমরা শুধু একুশে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছেন তাঁদের নাম স্মরণ করব এবং একুশে ফেব্রুয়ারি উদ্যাপন করব এটা আমাদের জীবনের একমাত্র ধারণ করার জায়গা নয়। আমরা কোনো আবদুল করিম সাহিত্যবিশারদকে ঐতিহ্যের ধারাবাহিকতায় সামনে নিয়ে এসে দাঁড় করাব না। আমরা আবদুল করিম সাহিত্যবিশারদকে মনে রাখব বাংলা ভাষার একজন পথিক হিসেব যিনি আমাদের মাঝে পুথি সংগ্রহের মাধ্যমে শিল্প সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এসব জায়গাগুলো পূর্ণ হবে আমাদের প্রজন্মের দ্বারা, যারা বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করবে।
তিনি আজ ১ জানুয়ারি শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আবদুল করিম সাহিত্যবিশারদ সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আবদুল করিম সাহিত্যবিশারদ: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেলিনা হোসেন এ বক্তব্য রাখেন
পরিষদের চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, শিশুসাহিত্যিক কবি সুজন বড়ুয়া ও বাংলা একাডেমির পরিচালক, প্রাবন্ধিক-গবেষক ড. তপন বাগচী। স্বাগত বক্তব্য রাখেন—পরিষদের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু। আলোচনা করেন—চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান ও প্রাবন্ধিক-গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের মহাসচিব অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু ও সমন্বয়ক শিবুকান্তি দাশ।
সেমিনারে প্রাচীন পুথি ও সাহিত্যবিশারদ সম্পর্কিত পুস্তক প্রদর্শনীর আয়োজন ও সার্ধশতবর্ষের বিশেষ স্মারক ‘স্মরণপত্র’ প্রকাশ করা হয়। আবদুল করিম সাহিত্যবিশারদের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেলিনা হোসেন। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে পটিয়া ফাউন্ডেশন।
প্রাচীন বাংলা পুথি সাহিত্যের গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের সার্ধশত জন্মবর্ষ উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, আবদুল করিম সাহিত্যবিশারদের চেতনা ধারণ করে পটিয়াসহ সারা দেশ আলোকিত হবে। এ রকম একজন অসাধারণ মানুষকে তাঁর দীপ্ত চেতনার যে আলোকিত উৎস গণমানুষের জীবনকে ধন্য করেছে তা সর্বত্র পৌঁছে দেওয়া প্রত্যেকের দায়িত্ব। এ দায়িত্ব নিয়ে সবাই যখন এগিয়ে যাবে তখন মনে হবে আবদুল করিম সাহিত্যবিশারদ শুধু একজন ব্যক্তিমাত্র নয়। তিনি একজন ইতিহাস ঐতিহ্যের মানুষ যাকে ধারণ করে জাতি তাঁর সমগ্র চেতনাকে অগ্রগামী করে সুদূর পথে এগিয়ে যাওয়ার চিন্তা করছে।
সেলিনা হোসেন আরও বলেন, ভাষা আন্দোলনের সঙ্গে আবদুল করিম সাহিত্যবিশারদের নাম উচ্চারিত হোক। কারণ, তিনি বলেছেন—ঐতিহ্য সম্পর্কবিহীন সংস্কৃতি সাধনা অসম্ভব। আমরা শুধু একুশে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছেন তাঁদের নাম স্মরণ করব এবং একুশে ফেব্রুয়ারি উদ্যাপন করব এটা আমাদের জীবনের একমাত্র ধারণ করার জায়গা নয়। আমরা কোনো আবদুল করিম সাহিত্যবিশারদকে ঐতিহ্যের ধারাবাহিকতায় সামনে নিয়ে এসে দাঁড় করাব না। আমরা আবদুল করিম সাহিত্যবিশারদকে মনে রাখব বাংলা ভাষার একজন পথিক হিসেব যিনি আমাদের মাঝে পুথি সংগ্রহের মাধ্যমে শিল্প সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এসব জায়গাগুলো পূর্ণ হবে আমাদের প্রজন্মের দ্বারা, যারা বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করবে।
তিনি আজ ১ জানুয়ারি শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আবদুল করিম সাহিত্যবিশারদ সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আবদুল করিম সাহিত্যবিশারদ: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেলিনা হোসেন এ বক্তব্য রাখেন
পরিষদের চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, শিশুসাহিত্যিক কবি সুজন বড়ুয়া ও বাংলা একাডেমির পরিচালক, প্রাবন্ধিক-গবেষক ড. তপন বাগচী। স্বাগত বক্তব্য রাখেন—পরিষদের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু। আলোচনা করেন—চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান ও প্রাবন্ধিক-গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের মহাসচিব অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু ও সমন্বয়ক শিবুকান্তি দাশ।
সেমিনারে প্রাচীন পুথি ও সাহিত্যবিশারদ সম্পর্কিত পুস্তক প্রদর্শনীর আয়োজন ও সার্ধশতবর্ষের বিশেষ স্মারক ‘স্মরণপত্র’ প্রকাশ করা হয়। আবদুল করিম সাহিত্যবিশারদের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেলিনা হোসেন। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে পটিয়া ফাউন্ডেশন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে