Ajker Patrika

বান্দরবানে জগদ্ধাত্রী পূজা উদযাপিত

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে জগদ্ধাত্রী পূজা উদযাপিত

বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। আজ রোববার সকাল ৯টায় সাগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ পূজা শেষ হয়েছে। এর আগে গতকাল শনিবার সকালে বান্দরবানের সনাতনী ঐশ্বরিক সংঘের আয়োজনে এ পূজা শুরু হয়। 

জানা যায়, জগদ্ধাত্রী পূজা দুর্গাপূজার আরেক রূপ। কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দুর্গা পূজার পরপরই এই পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ করা হয়েছে। এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা।

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গীতা পাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। পূজা উপলক্ষে সনাতনী সমাজের মধ্য বইছে আনন্দের বন্যা। নারী, পুরুষ শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হন। 

এ বিষয়ে বান্দরবান সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদ্‌যাপন পরিষদ সভাপতি কাঞ্চন দেব বলেন, প্রতি বছরের মত আমরা এবারেও বান্দরবানের সনাতনী ঐশ্বরিক সংঘের আয়োজনে জগদ্ধাত্রী পূজা পালন করেছি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এবারের পূজা অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত