Ajker Patrika

মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২: ৪০
মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকদের মধ্যে আজ বুধবার সকালে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার করা হলো। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান। 

ইউএনও মিনহাজুর রহমান বলেন, এ নিয়ে চারজনের লাশ উদ্ধার হয়েছে। আজ সকালে ডুবে যাওয়া ড্রেজার থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে একজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকারী ডুবুরি দল সাগর থেকে এসব লাশ উদ্ধার করেন। 

যাঁদের লাশ উদ্ধার হয়েছে তাঁরা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, জাহিদ বারি, আল আমিন ফকির। 

এখনো পর্যন্ত যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁরা হলেন একই গ্রামের মোল্লাবাড়ির মো. তারেক মোল্লা, শাহীন মোল্লা, মো. বসার হাওলাদার, আলম সর্দার। 

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, গতকাল মঙ্গলবার রাতে একজনের লাশ উদ্ধারের পর রাত ১২টার দিকে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে অভিযান স্থগিত করা হয়। আজ সকাল ৯টার দিকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। ইতিমধ্যে আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে। 

গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের চায়না হারবার এলাকার বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে ছিল ড্রেজারটি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ড্রেজারটি ডুবে যায়। এতে আট শ্রমিক নিখোঁজ হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত