Ajker Patrika

শিক্ষকের বাড়িতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে ছাত্রের মৃত্যু 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
শিক্ষকের বাড়িতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে ছাত্রের মৃত্যু 

নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষকের বাড়িতে গাছ কাটার কাজে গিয়ে মো. ইব্রাহীম খলিল নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকায় ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছেন।

নিহত মাদ্রাসা ছাত্র উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে। সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. ইব্রাহীম খলিল সাগরসহ (১৪) কয়েকজনকে গাছ কাটতে নিজের বাড়িতে নিয়ে যান।

কাটা শেষে একটি বড় গাছের টুকরো চারজন ছাত্র এক সঙ্গে ধরে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছিল। বাড়ির উঠানে পৌঁছে হঠাৎ অন্য তিনজন ছাত্র গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত