সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষকের বাড়িতে গাছ কাটার কাজে গিয়ে মো. ইব্রাহীম খলিল নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকায় ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছেন।
নিহত মাদ্রাসা ছাত্র উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে। সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. ইব্রাহীম খলিল সাগরসহ (১৪) কয়েকজনকে গাছ কাটতে নিজের বাড়িতে নিয়ে যান।
কাটা শেষে একটি বড় গাছের টুকরো চারজন ছাত্র এক সঙ্গে ধরে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছিল। বাড়ির উঠানে পৌঁছে হঠাৎ অন্য তিনজন ছাত্র গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষকের বাড়িতে গাছ কাটার কাজে গিয়ে মো. ইব্রাহীম খলিল নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকায় ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছেন।
নিহত মাদ্রাসা ছাত্র উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে। সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. ইব্রাহীম খলিল সাগরসহ (১৪) কয়েকজনকে গাছ কাটতে নিজের বাড়িতে নিয়ে যান।
কাটা শেষে একটি বড় গাছের টুকরো চারজন ছাত্র এক সঙ্গে ধরে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছিল। বাড়ির উঠানে পৌঁছে হঠাৎ অন্য তিনজন ছাত্র গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
১৫ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
২০ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে