Ajker Patrika

তরমুজের জোড়া দেড় শ 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
তরমুজের জোড়া দেড় শ 

ফেনীর সোনাগাজীর জিরো পয়েন্টে মিনি পিক-আপে মাইক লাগিয়ে তরমুজ জোড়া বিক্রি হচ্ছে দেড় শ টাকা করে। স্থানীয় ব্যবসায়ীরা খেত থেকে এনে একাদিক স্থানে এভাবে বিক্রি করছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের তরমুজ বিক্রি। তবে ইফতারের পূর্ব মুহূর্তে ক্রেতাদের ভিড় বেশি দেখা যায়। 

তুলনামূলক ছোট হলেও মাঠ থেকে কম দামে ক্রয় করে স্বল্পমূল্যে বিক্রি করছেন তাঁরা। উপজেলার ফলের দোকান গুলোতে প্রতিটি তরমুজ ২০০-৪৫০ টাকায় (আকার অনুযায়ী) বিক্রি হচ্ছে। 

নুর করিম নামের একজন ক্রেতা বলেন, ‘ফল দোকানের তুলনায় গাড়িতে বিক্রি করা তরমুজের দাম কম। এ ছাড়াও খেতেও সুস্বাদু। এর আগেও কয়েকবার গাড়ি থেকে নিয়েছি।’ 

ফল ব্যবসায়ী এনায়েত উল্লাহ বলেন, ‘সাধারণত ফেনী থেকে আমরা তরমুজ কিনে সোনাগাজীতে এনে বিক্রি করছি। সেখানের দাম অনুযায়ী বিক্রি করি। কিন্তু সোনাগাজীর চাষ করা জায়গা থেকে যখন বড় তরমুজ তুলে নেওয়া হয়। শেষ সময়ে ছোট-বড় তরমুজ গড়ে কম দাম কিনে তা ৭০-১০০ টাকায় বিক্রি করছি। জোড়া ১৫০ টাকা করে বিক্রি করায় ভালো বিক্রি হয়।’ 

উল্লেখ, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, সদর, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে গত বছর ৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও চলতি বছর প্রায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত