সুমন্ত চাকমা, জুরাছড়ি (রাঙামাটি)
রাঙামাটি জুরাছড়িতে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল রোববার সকালে স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগানে বানরটি ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গতকাল সকাল ৯টায় স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগানে স্থানীয় বাসিন্দারা বানরটি দেখতে পান। এলাকার শিশু-কিশোরেরা একে ধরার চেষ্টা করে। পরে স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. কামরুজ্জামান জুয়েল বানরটি আটক করে নিজের কাছে রেখেছেন। লজ্জাবতী বানরটি ডান হাতে কিছুটা আঘাত পাওয়ায় চিকিৎসা দিচ্ছেন তিনি।
দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ বলেন, ‘ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি লজ্জাবতী বানর। লকডাউন চলার কারণে সেখানে যেতে সময় লাগবে। তারপরও দ্রুত হেফাজতে নিয়ে আসার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
বানরটি নিরাপদে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ। ডা. কামরুজ্জামান জুয়েল জানান, হালকা বাদামি রঙের পশমযুক্ত বানরটির উচ্চতা প্রায় এক ফুট। লম্বায় প্রায় দেড় ফুট। চোখ দুটি গোল। দেখতে বিড়ালের মতো ঘোলাটে।
গঙ্গা প্রসাদ চাকমা জানান, লজ্জাবতী বানর একটি অতি বিপন্ন প্রাণী। এটি ‘লাজুক বানর’ হিসেবে পরিচিত, আবার ‘বেঙ্গল স্লো লরিস’ নামেও ডাকা হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় এটি লাল তালিকাভুক্ত প্রাণী। স্তন্যপায়ী শ্রেণির লরিসিডি পরিবারের সদস্য লজ্জাবতী বানর বাংলাদেশের বন্য প্রাণী আইনের তফসিল-১ অনুসারে সংরক্ষিত প্রাণী।
রাঙামাটি জুরাছড়িতে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল রোববার সকালে স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগানে বানরটি ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গতকাল সকাল ৯টায় স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগানে স্থানীয় বাসিন্দারা বানরটি দেখতে পান। এলাকার শিশু-কিশোরেরা একে ধরার চেষ্টা করে। পরে স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. কামরুজ্জামান জুয়েল বানরটি আটক করে নিজের কাছে রেখেছেন। লজ্জাবতী বানরটি ডান হাতে কিছুটা আঘাত পাওয়ায় চিকিৎসা দিচ্ছেন তিনি।
দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ বলেন, ‘ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি লজ্জাবতী বানর। লকডাউন চলার কারণে সেখানে যেতে সময় লাগবে। তারপরও দ্রুত হেফাজতে নিয়ে আসার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
বানরটি নিরাপদে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ। ডা. কামরুজ্জামান জুয়েল জানান, হালকা বাদামি রঙের পশমযুক্ত বানরটির উচ্চতা প্রায় এক ফুট। লম্বায় প্রায় দেড় ফুট। চোখ দুটি গোল। দেখতে বিড়ালের মতো ঘোলাটে।
গঙ্গা প্রসাদ চাকমা জানান, লজ্জাবতী বানর একটি অতি বিপন্ন প্রাণী। এটি ‘লাজুক বানর’ হিসেবে পরিচিত, আবার ‘বেঙ্গল স্লো লরিস’ নামেও ডাকা হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় এটি লাল তালিকাভুক্ত প্রাণী। স্তন্যপায়ী শ্রেণির লরিসিডি পরিবারের সদস্য লজ্জাবতী বানর বাংলাদেশের বন্য প্রাণী আইনের তফসিল-১ অনুসারে সংরক্ষিত প্রাণী।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
১৬ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
২০ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৮ মিনিট আগে