Ajker Patrika

সব ধরনের অপচেষ্টা মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সব ধরনের অপচেষ্টা মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত: আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিএনপি-জামায়াত পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম-১০ উপনির্বাচনে প্রার্থীর প্রধান কার্যালয়, দোকানদার ও নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করেছে। তাদের সব ধরনের অপচেষ্টা মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত।’

আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, ‘আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। মামলাটি আমরা দলীয়ভাবে মোকাবিলা করব।’ আমাদের নাম ভাঙিয়ে কোনো কাজ করা হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

বিএনপিকে ইঙ্গিত করে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘গণতন্ত্র সুরক্ষায় সংবিধান সম্মত নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখের বিষয় এই সংবিধান সম্মত নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।’ 

মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘তাঁরা নির্বাচনে আসুক বা না আসুক কিন্তু নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে না। ইতিমধ্যে ওই অশুভ শক্তিটি আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। এটা একটি অশুভ ইঙ্গিত। শুধু তাই নয়, ইতিমধ্যেই তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ওপর হামলা, হত্যাসহ নানা ধরনের নির্যাতন ও আক্রমণ শুরু করেছে। এসব ঘটনা একটি অশনিসংকেত।’ 

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নঈম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত