বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
সাজেক ইউনিয়নের বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুল কুমারী চাকমা। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের ঢেবাছড়ি গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের ১৮ মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে উপজেলার বাঘাইহাট মারিশ্যা সড়কের ৯ কিলো এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আটজন নিহত ও ৩৩ জন গুরুতর আহত হন।
আহতদের একজন স্কুলশিক্ষিকা ফুল কুমারী চাকমা। সেদিনের গুলিতে তাঁর মেরুদণ্ড দুই ভাগ হয়ে যায়। ঢাকা সিএমএইচে দীর্ঘ তিন মাসের চিকিৎসা শেষে হুইলচেয়ারে বাড়িতে বন্দী মানবেতর জীবনযাপন করছেন তিনি।
স্বামী, দুই সন্তান ও প্রতিবেশীদের সহায়তা নিয়ে কোমরে বেল্ট বেঁধে হুইলচেয়ারে চলাচল করেন শিক্ষিকা ফুল কুমারী চাকমা। দীর্ঘ চার বছর হুইলচেয়ারে বন্দী তাঁর শিক্ষকতা জীবন। সাজেকের দুর্গম বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হলেও যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় তিনি স্কুলে যেতে পারেন না। তাঁর আক্ষেপ ছিল যাতায়াতের সড়কটি হুইলচেয়ার চলার উপযোগী করে দিলে তিনি শিক্ষকতা চালিয়ে নিতে পারতেন।
তাঁর আক্ষেপের কথা বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও পরিষদকে জানালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা দ্রুত সড়ক তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমার মাধ্যমে তা বাস্তবায়ন করেন। আর এখন একজনের সহায়তায় হুইলচেয়ারে চেপে নিয়মিত স্কুলে পাঠদান করতে যাচ্ছেন শিক্ষিকা ফুল কুমারী চাকমা।
উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘ফুল কুমারী চাকমার জন্য আমরা গর্বিত। তিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেও থেমে যাননি। তিনি আমাদের শিক্ষক সমাজের গর্ব।’
বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পঙ্গু হয়েছেন। তাই তাঁর দাবির প্রতি সম্মান রেখে দ্রুত তাঁর বাড়ি থেকে স্কুলে যাওয়ার সড়কটি নতুন করে তৈরি করা হয়েছে।’
সাজেক ইউনিয়নের বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুল কুমারী চাকমা। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের ঢেবাছড়ি গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের ১৮ মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে উপজেলার বাঘাইহাট মারিশ্যা সড়কের ৯ কিলো এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আটজন নিহত ও ৩৩ জন গুরুতর আহত হন।
আহতদের একজন স্কুলশিক্ষিকা ফুল কুমারী চাকমা। সেদিনের গুলিতে তাঁর মেরুদণ্ড দুই ভাগ হয়ে যায়। ঢাকা সিএমএইচে দীর্ঘ তিন মাসের চিকিৎসা শেষে হুইলচেয়ারে বাড়িতে বন্দী মানবেতর জীবনযাপন করছেন তিনি।
স্বামী, দুই সন্তান ও প্রতিবেশীদের সহায়তা নিয়ে কোমরে বেল্ট বেঁধে হুইলচেয়ারে চলাচল করেন শিক্ষিকা ফুল কুমারী চাকমা। দীর্ঘ চার বছর হুইলচেয়ারে বন্দী তাঁর শিক্ষকতা জীবন। সাজেকের দুর্গম বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হলেও যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় তিনি স্কুলে যেতে পারেন না। তাঁর আক্ষেপ ছিল যাতায়াতের সড়কটি হুইলচেয়ার চলার উপযোগী করে দিলে তিনি শিক্ষকতা চালিয়ে নিতে পারতেন।
তাঁর আক্ষেপের কথা বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও পরিষদকে জানালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা দ্রুত সড়ক তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমার মাধ্যমে তা বাস্তবায়ন করেন। আর এখন একজনের সহায়তায় হুইলচেয়ারে চেপে নিয়মিত স্কুলে পাঠদান করতে যাচ্ছেন শিক্ষিকা ফুল কুমারী চাকমা।
উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘ফুল কুমারী চাকমার জন্য আমরা গর্বিত। তিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেও থেমে যাননি। তিনি আমাদের শিক্ষক সমাজের গর্ব।’
বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পঙ্গু হয়েছেন। তাই তাঁর দাবির প্রতি সম্মান রেখে দ্রুত তাঁর বাড়ি থেকে স্কুলে যাওয়ার সড়কটি নতুন করে তৈরি করা হয়েছে।’
হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটিভর্তি তিনটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
১৪ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
২৪ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
৩৫ মিনিট আগে