চাঁদপুর প্রতিনিধি
সবার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
এ সময় দীপু মনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তখন সবার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা। জীবনের মায়া নিয়ে আপনারা (বীর মুক্তিযোদ্ধা) করেননি। আপনাদের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বলতে পারি।’
দীপু মনি আরও বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি রাষ্ট্রের জন্যে কখনো শুভ নয়। আওয়ামী লীগের কারণে বাঙালি স্বাধীনতা পেয়েছে। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, আজকে তারা নাকি মানুষের অধিকারের কথা বলে। যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছিল বঙ্গবন্ধু, সেই বিচার জিয়াউর রহমান বন্ধ করে তাদের ক্ষমতায় বসিয়েছিল। বিএনপি চায় আমাদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতে।’
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
সবার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
এ সময় দীপু মনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তখন সবার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা। জীবনের মায়া নিয়ে আপনারা (বীর মুক্তিযোদ্ধা) করেননি। আপনাদের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বলতে পারি।’
দীপু মনি আরও বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি রাষ্ট্রের জন্যে কখনো শুভ নয়। আওয়ামী লীগের কারণে বাঙালি স্বাধীনতা পেয়েছে। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, আজকে তারা নাকি মানুষের অধিকারের কথা বলে। যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছিল বঙ্গবন্ধু, সেই বিচার জিয়াউর রহমান বন্ধ করে তাদের ক্ষমতায় বসিয়েছিল। বিএনপি চায় আমাদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতে।’
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএস আই এস নামের পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
৫ মিনিট আগেসুনামগঞ্জের মধ্যনগরে বালু-পাথর পরিবহন ট্রাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
১১ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষেতুপাড়া গ্রামের মৃত লোয়াই প্রামাণিকের ছেলে আমিরুল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
৩১ মিনিট আগেলক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ (৭০) আর নেই। গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকার বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১ ঘণ্টা আগে