আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে মো. আনোয়ার হোসেন ওরফে পিছন (৫৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ৩টায় দেশটির অমল কুইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত মো. আফুসী মিয়ার ছেলে। তিনি ’৯০-এর দশকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
নিহতের ভাই মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. জালাল উদ্দীন বলেন, ‘পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান আনোয়ার হোসেন। তিনি অমল কুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে কারখানায় কাজ করার সময় ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ভাই।’
মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া বলেন, ‘নিহত আনোয়ার ’৯০-এর দশকে ছাত্রলীগ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল। দ্রুত লাশ ফিরিয়ে আনতে সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি কামনা করছি।’
এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুতে গোটা মনিয়ন্দ এলাকা চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সরকারি ব্যবস্থাপনায় যেন তাঁর লাশ দেশে আনা হয়, সেই দাবি জানিয়েছেন পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।
সংযুক্ত আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে মো. আনোয়ার হোসেন ওরফে পিছন (৫৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ৩টায় দেশটির অমল কুইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত মো. আফুসী মিয়ার ছেলে। তিনি ’৯০-এর দশকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
নিহতের ভাই মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. জালাল উদ্দীন বলেন, ‘পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান আনোয়ার হোসেন। তিনি অমল কুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে কারখানায় কাজ করার সময় ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ভাই।’
মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া বলেন, ‘নিহত আনোয়ার ’৯০-এর দশকে ছাত্রলীগ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল। দ্রুত লাশ ফিরিয়ে আনতে সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি কামনা করছি।’
এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুতে গোটা মনিয়ন্দ এলাকা চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সরকারি ব্যবস্থাপনায় যেন তাঁর লাশ দেশে আনা হয়, সেই দাবি জানিয়েছেন পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
১০ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
২০ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
৩২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
৩৭ মিনিট আগে