নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হচ্ছে। আজ সোমবার বেলা ১২টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, এসএসসি পরীক্ষার মূলকেন্দ্র ছিল ঘুমধুম উচ্চবিদ্যালয়। সীমান্ত পরিস্থিতির কারণে ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন হয়ে অন্যত্র হচ্ছে। একই ইউনিয়নের ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুটি ভবনে ৫০২ জন পরীক্ষার্থী আসন্ন ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা দেবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এ কেন্দ্রে মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিচ্ছে। ঘুমধুম উচ্চবিদ্যালয়, কুতুপালং উচ্চবিদ্যালয় ও বালুখালী কাশেমিয়া উচ্চবিদ্যালয়। পরে বিভাগীয় কমিশনার ঘুমধুম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন—চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি নুরী আলম মিনার, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ঘুমধুম চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, সীমান্তের পরিস্থিতি আগে থেকে অনেক ভালো হয়েছে। সীমান্তের বিষয় নিয়ে মন্ত্রণালয়ের পর্যায়ের আলাপ-আলোচনা হচ্ছে এবং সহসা একটি সিদ্ধান্ত আসবে।
তিনি আরও বলেন, সীমান্তে রয়েছে আমাদের সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হচ্ছে। আজ সোমবার বেলা ১২টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, এসএসসি পরীক্ষার মূলকেন্দ্র ছিল ঘুমধুম উচ্চবিদ্যালয়। সীমান্ত পরিস্থিতির কারণে ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন হয়ে অন্যত্র হচ্ছে। একই ইউনিয়নের ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুটি ভবনে ৫০২ জন পরীক্ষার্থী আসন্ন ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা দেবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এ কেন্দ্রে মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিচ্ছে। ঘুমধুম উচ্চবিদ্যালয়, কুতুপালং উচ্চবিদ্যালয় ও বালুখালী কাশেমিয়া উচ্চবিদ্যালয়। পরে বিভাগীয় কমিশনার ঘুমধুম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন—চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি নুরী আলম মিনার, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ঘুমধুম চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, সীমান্তের পরিস্থিতি আগে থেকে অনেক ভালো হয়েছে। সীমান্তের বিষয় নিয়ে মন্ত্রণালয়ের পর্যায়ের আলাপ-আলোচনা হচ্ছে এবং সহসা একটি সিদ্ধান্ত আসবে।
তিনি আরও বলেন, সীমান্তে রয়েছে আমাদের সীমান্ত রক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৮ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
২৩ মিনিট আগে