Ajker Patrika

ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে হালদায় তলিয়ে গেল শিক্ষার্থী 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে হালদায় তলিয়ে গেল শিক্ষার্থী 

ফুটবল খেলার সময় হালদা নদীতে পড়ে যাওয়া বল আনতে গিয়ে তলিয়ে গেছে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ আনাস (১৪)। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এখনো ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি। 

জানা গেছে, শিক্ষার্থী আনাস ওই এলাকার হাজী দুলা মিঞা সওদাগর বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ আবু তাহেরের ছেলে। সে পৌরসভার পূর্ব দেওয়ান নগরের ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহ.) ইসলামী মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আনাস মায়ের সঙ্গে ১১ মাইল এলাকার উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকত। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আনাস ও তার আরও দুই বন্ধু মিলে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় হালদা নদীর পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের বল নদীতে পড়ে যায়। সেই বল আনতে গিয়ে নদীতে তলিয়ে যায় শিক্ষার্থী আনাস। 

এ বিষয়ে আনাসের মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ বলেন, ‘আনাস অনাবাসিক ছাত্র। গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। তারপর কি হলো আমি জানি না। তবে আপনাদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সে হালদা নদীতে পড়ে যাওয়া ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে তলিয়ে যায়।’ 

আনাসের নানা মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আনাস মাদ্রাসা থেকে এসে বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে যায়। সেখানে নদীতে ডুবে গেছে বলে খবর পেয়েছি। নাতি নিখোঁজের খবর শুনে আমরা খুবই দুশ্চিন্তায় আছি।’ 

এদিকে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় তল্লাশি অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। পরে আজ শুক্রবার ভোরে ফের তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সন্ধ্যা সাড়ে সাতটায় পর্যন্ত কৃত্রিম আলোতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার ভোরে ফের অভিযান শুরু করা হয়েছে।’ 

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল আলম জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আজ শুক্রবার ভোর থেকে ঘটনাস্থল ছাড়াও এর উপরে এবং নিচে প্রায় দুই কিলোমিটার করে মোট চার কিলোমিটার উদ্ধার অভিযান পরিচালনা করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত