Ajker Patrika

সুবর্ণচরে চেতনানাশক খাইয়ে ইমামের বাড়িতে চুরি

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৪: ৫২
সুবর্ণচরে চেতনানাশক খাইয়ে ইমামের বাড়িতে চুরি

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের পেশ ইমাম ও তাঁর পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাতে চর আমান উল্লাহ ইউনিয়নের সাতাশ দ্রোণ গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবারের স্বজনেরা জানিয়েছেন।

নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন মো. দেলোয়ার হোসেন (৪২), মাছুমা খাতুন (৩৫) ও আবু দাউদ (৩)। হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন সাতাশ দ্রোণ জামে মসজিদের পেশ ইমাম এবং একই এলাকার বাসিন্দা।

তাঁদের আত্মীয় আহমেদ উল্লা বলেন, গতকাল রাত ১১টার দিকে দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। পরে সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা শোবার ঘরের দরজা খুলে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ৪ লাখ টাকার মালামার নিয়ে যায়।

আহমেদ উল্লা জানান, শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ওই ইমামের বাড়ির পাশে শ্বশুরবাড়ি। পাশের নানাবাড়িতে থাকা পাঁচ বছর শিশু এসে মা-বাবাকে ডাকলে কেউ ঘুম থেকে না ওঠায় কান্নাকাটি করতে থাকে শিশুটি। তার চিৎকারে প্রতিবেশীরা এসে অজ্ঞান অবস্থায় দেখতে পান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত