Ajker Patrika

অভিযানে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, মাদক কারবারি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অভিযানে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহতের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকা দিয়ে ভারতে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি নাম সোহেল (৩৮)। তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। তিনি জানান, পুলিশের চৌকস একটি অভিযানিক দল ঘটনার পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য প্রযুক্তিসহ নানা কৌশলে চেষ্টা চালিয়েছেন। এ এমতাবস্থায় গতকাল রাতে তাঁকে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়।

 
পুলিশ আসাদুল ইসলাম আরও জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি সোহেল ও সেলিমসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল মো. খায়রুল সোহেলকে ধরে ফেলেন। এ সময় সোহেলসহ অপর মাদক কারবারি সেলিম, কনস্টেবল খায়রুলকে ছুরি দিয়ে পেটের বাম পাশে একাধিকবার আঘাত করে। সেই সঙ্গে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার পর আখাউড়া থানায় সোহেলকে প্রধান আসামি দিয়ে ৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত