পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের কারণে রাঙামাটির বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় প্রায় ১ হাজার ৪০০ পর্যটক আটকা পড়েছিলেন। সেনাবাহিনীর সহায়তায় আজ সকালে তাঁরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরেছেন।
অবরোধ কার্যকর করতে পাহাড়ি ছাত্র ও স্থানীয় লোকজন মিলে বাঘাইহাট-সাজেক পথের বিভিন্ন স্থানে সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি, আড়াআড়িভাবে ট্রাক রেখে এবং টায়ার পুড়িয়ে রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে। সেনাবাহিনীর প্রচেষ্টায় এবং স্থানীয়দের সহায়তায় গতকাল সোমবার রাতে এবং আজ মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানের বাধা অপসারণ করে সড়ক চলাচলের উপযোগী করা হয়। এ ছাড়া শুক্রবার রাতে শুকনাছড়া ও উলুছড়া এলাকায় ছোট দুটি কালভার্টের লোহার পাটাতন দুর্বৃত্তরা সরিয়ে নিয়ে যায়। ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সোমবার রাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাটাতন পুনরায় স্থাপন করে সড়ক চলাচলের উপযোগী করা হয়।
এদিকে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং রিসোর্ট মালিক সমিতির সম্মতিতে সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়ার ৫০-৭৫ শতাংশ মওকুফ করা হয়।
আজ মঙ্গলবার সকালে রাস্তার সব বাধা সরানোর পর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর এসকর্টে সাজেকে আটকে পড়া পর্যটকেরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। এদিন ১ হাজার ৪০০ পর্যটক ২৪৪টি গাড়িতে (১১২টি লোকাল জিপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজি) করে সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরে আসেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল বলেন, পার্বত্যাঞ্চলের সাজেক পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের যৌথ বাহিনীর বেষ্টনীতে নিরাপদে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে। এখান থেকে প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবেন।
‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের কারণে রাঙামাটির বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় প্রায় ১ হাজার ৪০০ পর্যটক আটকা পড়েছিলেন। সেনাবাহিনীর সহায়তায় আজ সকালে তাঁরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরেছেন।
অবরোধ কার্যকর করতে পাহাড়ি ছাত্র ও স্থানীয় লোকজন মিলে বাঘাইহাট-সাজেক পথের বিভিন্ন স্থানে সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি, আড়াআড়িভাবে ট্রাক রেখে এবং টায়ার পুড়িয়ে রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে। সেনাবাহিনীর প্রচেষ্টায় এবং স্থানীয়দের সহায়তায় গতকাল সোমবার রাতে এবং আজ মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানের বাধা অপসারণ করে সড়ক চলাচলের উপযোগী করা হয়। এ ছাড়া শুক্রবার রাতে শুকনাছড়া ও উলুছড়া এলাকায় ছোট দুটি কালভার্টের লোহার পাটাতন দুর্বৃত্তরা সরিয়ে নিয়ে যায়। ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সোমবার রাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাটাতন পুনরায় স্থাপন করে সড়ক চলাচলের উপযোগী করা হয়।
এদিকে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং রিসোর্ট মালিক সমিতির সম্মতিতে সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়ার ৫০-৭৫ শতাংশ মওকুফ করা হয়।
আজ মঙ্গলবার সকালে রাস্তার সব বাধা সরানোর পর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর এসকর্টে সাজেকে আটকে পড়া পর্যটকেরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। এদিন ১ হাজার ৪০০ পর্যটক ২৪৪টি গাড়িতে (১১২টি লোকাল জিপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজি) করে সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরে আসেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল বলেন, পার্বত্যাঞ্চলের সাজেক পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের যৌথ বাহিনীর বেষ্টনীতে নিরাপদে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে। এখান থেকে প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবেন।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৬ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৭ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১৯ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২০ মিনিট আগে