Ajker Patrika

হাটহাজারীতে বাসচাপায় নিহত ২ 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৫: ১০
হাটহাজারীতে বাসচাপায় নিহত ২ 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় বাসচাপায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি জানান, বেপরোয়া গতির একটি বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ বড়ুয়া (৪৫) ও অটোরিকশাচালক আবদুল কাদের প্রকাশ মেজ্জ্যাইন্যা (৫০) নামে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। 

নিহত মাছ ব্যবসায়ী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের হিমাশু বড়ুয়ার ছেলে। অন্যদিকে অটোরিকশাচালক আবদুল কাদের নাজিরহাটে একটি ভাড়া বাসায় পরিবার-পরিজন নিয়ে থাকেন। নিহতরা উভয়ে হতদরিদ্র ও অসহায় মানুষ। এঁদের একজন মাছ বিক্রি করে সংসার চালাতেন, অন্যজন রিকশা চালিয়ে সংসার চালাতেন। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,  শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মাছ নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট থেকে সরকারহাটের দিকে যাচ্ছিলেন। পথে ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে খাগড়াছড়িমুখী বেপরোয়া গতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহাজাহান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বাসের নিচ থেকে মৃত অবস্থায় থাকা দুজনকে উদ্ধার করে হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত