সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা মকসুদ হোসেন বিপ্লবের আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে সোনাগাজী পৌর-শহরের জিরো পয়েন্টে এই মানববন্ধন করা হয়। এ সময় মকসুদের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তাঁর স্বজনেরা।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সামছুল আরেফিন বলেন, ‘বিপ্লবের মৃত্যুর পর আমি ঘটনাস্থলে গিয়ে লাশের যে অবস্থা দেখেছি, তাতে এটা কোনোভাবেই আত্মহত্যা বলে মনে হয়নি। বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব বিপ্লবের মৃত্যুর ঘটনা নিয়ে যেন নিরপেক্ষ তদন্ত হয়।’
বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘রফিক, নাজিম, মর্তুজাসহ অন্যরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছেন। ঘটনার এত দিন পেরোলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি কেন? দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।’
বিপ্লবের বোন নিপু আক্তার বলেন, ‘রফিক, নাজিম ও মর্তুজা ষড়যন্ত্র করে আমার ভাইকে মেরে ফেলেছেন। আমার ভাই বারবার ফেসবুক লাইভে এসে তাঁকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করেছেন, নেতাদের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। বেঁচে থাকার আকুতি নিয়েই মরতে হলো আমার ভাইকে।’
৮ মার্চ বিপ্লবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, ময়নাতদন্ত শেষে পরদিন তাঁর লাশ দাফন করা হয়। এই ঘটনায় স্থানীয় ইউপির চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মো. রফিক এবং তাঁর সহযোগী আলী মর্তুজা, নাজিম ও করিমের নামসহ অজ্ঞাত সাতজনকে আসামি করে ৯ মার্চ সোনাগাজী মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন বিপ্লবের স্ত্রী।
ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা মকসুদ হোসেন বিপ্লবের আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে সোনাগাজী পৌর-শহরের জিরো পয়েন্টে এই মানববন্ধন করা হয়। এ সময় মকসুদের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তাঁর স্বজনেরা।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সামছুল আরেফিন বলেন, ‘বিপ্লবের মৃত্যুর পর আমি ঘটনাস্থলে গিয়ে লাশের যে অবস্থা দেখেছি, তাতে এটা কোনোভাবেই আত্মহত্যা বলে মনে হয়নি। বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব বিপ্লবের মৃত্যুর ঘটনা নিয়ে যেন নিরপেক্ষ তদন্ত হয়।’
বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘রফিক, নাজিম, মর্তুজাসহ অন্যরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছেন। ঘটনার এত দিন পেরোলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি কেন? দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।’
বিপ্লবের বোন নিপু আক্তার বলেন, ‘রফিক, নাজিম ও মর্তুজা ষড়যন্ত্র করে আমার ভাইকে মেরে ফেলেছেন। আমার ভাই বারবার ফেসবুক লাইভে এসে তাঁকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করেছেন, নেতাদের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। বেঁচে থাকার আকুতি নিয়েই মরতে হলো আমার ভাইকে।’
৮ মার্চ বিপ্লবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, ময়নাতদন্ত শেষে পরদিন তাঁর লাশ দাফন করা হয়। এই ঘটনায় স্থানীয় ইউপির চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মো. রফিক এবং তাঁর সহযোগী আলী মর্তুজা, নাজিম ও করিমের নামসহ অজ্ঞাত সাতজনকে আসামি করে ৯ মার্চ সোনাগাজী মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন বিপ্লবের স্ত্রী।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে