Ajker Patrika

কক্সবাজারে বিএনপির ১২ নেতাকে বহিষ্কার 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে বিএনপির ১২ নেতাকে বহিষ্কার 

দলের সিদ্ধান্ত না মেনে কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় বিএনপির ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

তাদের মধ্যে পৌরসভার তিনজন বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ও দুজন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রয়েছেন। তাঁরা আগামী ১২ জুনে নির্বাচনে এবারও প্রার্থী হয়েছেন। বাকি সাতজনও প্রার্থী হয়েছেন। 

বহিষ্কৃত নেতারা হলেন–কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, কক্সবাজার পৌর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ, কক্সবাজার পৌর শ্রমিক দলের সভাপতি আবচার কামাল, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু, জেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার বকুল, দপ্তর সম্পাদক জাহেদা আক্তার, কক্সবাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, সদস্য ওমর সিদ্দিক লালু, পৌর যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন রিয়াদ।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ বদরী আজকের পত্রিকাকে বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের আগে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে তাঁদের দলের সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত