Ajker Patrika

সেন্ট মার্টিনে সুপেয় পানির সংকট, বিপাকে বাসিন্দারা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৫৫
সেন্ট মার্টিনে সুপেয় পানির সংকট, বিপাকে বাসিন্দারা

দেশের একমাত্র প্রবালদ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিন। দ্বীপটিতে প্রায় ১২ হাজার মানুষ বসবাস করেন। সমুদ্রঘেঁষা দ্বীপে সাগরের লবণপানি ঢুকে টিউবওয়েলের পানি লবণাক্ত হয়ে গেছে। ফলে সুপেয় মিষ্টি পানির অভাবে দ্বীপের বাসিন্দারা পড়েছেন বিপাকে। 

সুপেয় মিষ্টি পানির সংকটের এ তথ্য নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে।’ 

খোঁজ নিয়ে জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম অর্থাৎ সমুদ্রঘেঁষা দ্বীপের চারপাশে এ-সংকট দেখা দেয়। গত বছরে ঘূর্ণিঝড় সিত্রাং সেন্ট মার্টিন দ্বীপে আঘাত হানে এবং সাগরে অতিরিক্ত জোয়ারে লবণাক্ত পানি উপকূলে উঠে। এতে দ্বীপের চারপাশের নিম্নাঞ্চল ডুবে যায়। টিউবওয়েল ও পুকুরগুলোতে লবণাক্ত পানি ঢুকে পড়ে। 

তখন থেকে ধীরে ধীরে মিষ্টি পানির টিউবওয়েলগুলো লবণাক্ত আকারে ধারণ করে। পুকুরও লবণাক্ত হওয়া থেকে বাদ পড়েনি। ফলে দ্বীপের চারপাশের মানুষগুলো মাঝেরপাড়ার টিউবওয়েলগুলোর ওপর নির্ভর হয়ে পড়েন। এলাকার নারীদের দ্বীপের মধ্যমপাড়াগুলো থেকে কলসি নিয়ে পানি আনতে হয়। 

দ্বীপের দক্ষিণপাড়ার মরিয়ম বিবি বলেন, ‘বাসায় একটা টিউবওয়েল ছিল। সিত্রাং ঘূর্ণিঝড়ের পর থেকে টিউবওয়েলের পানি লবণাক্ত হয়ে যায়। এখন প্রায় এক কিলোমিটার দূর থেকে সুপেয় পানি সংগ্রহ করতে হয়। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ 

ডেইলপাড়ার কুলসুম আক্তার বলেন, ‘আমরা দুই ঘর মিলে পানি ব্যবহারের জন্য একটি মাত্র টিউবওয়েল ছিল। সাগরের লবণপানি ঢুকে টিউবওয়েলের পানি লবণাক্ত হয়ে গেছে। এখন অনেক দূরে গিয়ে কষ্ট করে পানি সংগ্রহ করতে হয়।’ 

একই কথা পশ্চিমপাড়ার হাজেরা বেগম, লায়লা বেগম প্রমুখের। তাঁরা বলেন, ‘সামনে গ্রীষ্মকালে। এখন শীতকালে পানির এ সমস্যা দেখা দিলে গরমকালে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিতে পারে।’ 

সেন্ট মার্টিন দ্বীপের সংবাদকর্মী নূর মোহাম্মদ বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর থেকে দ্বীপে মিষ্টি পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দ্বীপের চারপাশে এ সমস্যা বেশি সৃষ্টি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত