ফেনী প্রতিনিধি
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ও পৌর কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এক বছর আট মাস পলাতক থাকার পর গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদের আগে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমি গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু নিয়ে পৌরসভার সুলতানপুরে আসেন। ওই রাতে সহযোগীদের নিয়ে ট্রাকের গরু লুট করতে যান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে বাঁধা দিতে আসলে শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে। পরে নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ দিকে গরু ব্যবসায়ী হত্যা মামলার আসামি হওয়ার পরও আবুল কালাম কাউন্সিলর পদের বহাল থাকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তার অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রণালয় অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তার পদটি শূন্য ঘোষণা করা হবে।’
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ও পৌর কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এক বছর আট মাস পলাতক থাকার পর গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদের আগে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমি গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু নিয়ে পৌরসভার সুলতানপুরে আসেন। ওই রাতে সহযোগীদের নিয়ে ট্রাকের গরু লুট করতে যান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে বাঁধা দিতে আসলে শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে। পরে নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ দিকে গরু ব্যবসায়ী হত্যা মামলার আসামি হওয়ার পরও আবুল কালাম কাউন্সিলর পদের বহাল থাকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তার অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রণালয় অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তার পদটি শূন্য ঘোষণা করা হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে