নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র ফাহাদ হোসেনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
ফাহাদ হোসেন (২১) চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে গতবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফাহাদের বড় ভাইয়ের বন্ধু রাকিব হাসান অনিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার চমেকের বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা আক্তার বলেন, ‘ফাহাদ বন্ধুর ডাকে সাড়া দিয়ে ওই খানে গিয়েছিল। এরই মধ্যে দুর্ঘটনা। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছে। আমরা এখন কী করব?’
ফাহাদের বন্ধু আবু তালহা নয়ন বলেন, ‘আমরা হাসপাতালের একটু দূরে ছিলাম। ফাহাদ হেঁটেই আসছিল। হঠাৎ বিস্ফোরণে সে দগ্ধ হয়।’
বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ফাহাদ হোসেন গতকাল গিয়েছিলেন ডবলমুরিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে তিনিসহ চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ফাহাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
দগ্ধ বাকিদের মধ্যে জহিরুল ইসলামের ৮০ শতাংশ পুড়ে গেছে। অপর শ্রমিক নয়নের পুড়েছে ৭০ শতাংশ, আরেকজন মাসুমের পুড়েছে ৫০ শতাংশ। তাঁদেরও অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বিস্ফোরণে আহত হওয়ার পর প্রথমে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাঁরা ভর্তি ছিলেন।
আহত মাসুম একটু একটু কথা বলতে পারছেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক হাসপাতালের ট্যাংকি পরিষ্কার করছিলেন। ১০ মিনিট কাজও করেন। এরই মধ্যে হঠাৎ বিস্ফোরণ। তারপর আগুন। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।’
চট্টগ্রামে পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র ফাহাদ হোসেনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
ফাহাদ হোসেন (২১) চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে গতবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফাহাদের বড় ভাইয়ের বন্ধু রাকিব হাসান অনিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার চমেকের বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা আক্তার বলেন, ‘ফাহাদ বন্ধুর ডাকে সাড়া দিয়ে ওই খানে গিয়েছিল। এরই মধ্যে দুর্ঘটনা। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছে। আমরা এখন কী করব?’
ফাহাদের বন্ধু আবু তালহা নয়ন বলেন, ‘আমরা হাসপাতালের একটু দূরে ছিলাম। ফাহাদ হেঁটেই আসছিল। হঠাৎ বিস্ফোরণে সে দগ্ধ হয়।’
বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ফাহাদ হোসেন গতকাল গিয়েছিলেন ডবলমুরিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে তিনিসহ চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ফাহাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
দগ্ধ বাকিদের মধ্যে জহিরুল ইসলামের ৮০ শতাংশ পুড়ে গেছে। অপর শ্রমিক নয়নের পুড়েছে ৭০ শতাংশ, আরেকজন মাসুমের পুড়েছে ৫০ শতাংশ। তাঁদেরও অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বিস্ফোরণে আহত হওয়ার পর প্রথমে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাঁরা ভর্তি ছিলেন।
আহত মাসুম একটু একটু কথা বলতে পারছেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক হাসপাতালের ট্যাংকি পরিষ্কার করছিলেন। ১০ মিনিট কাজও করেন। এরই মধ্যে হঠাৎ বিস্ফোরণ। তারপর আগুন। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৪২ মিনিট আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগে