Ajker Patrika

নোয়াখালীতে গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৩, ১৯: ৫৬
নোয়াখালীতে গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. আবুল কাশেমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ (মঙ্গলবার) মাইজদী টাউন হল মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার আবুল কাশেম (৫৭) বেগমগঞ্জ উপজেলার গনিপুরের মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক। 

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেপ্তার মো. আবুল কাশেম একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আজ (মঙ্গলবার) বিকেলে তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কাশেম গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে মাইজদী টাউন হল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মন্দিরে হামলা, ভাঙচুর, নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় বেগমগঞ্জ থানায় আটটিসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আবুল কাশেম হত্যা, ইসকন মন্দিরে হামলা-ভাঙচুরসহ আট মামলার এজাহারভুক্ত আসামি।’ 

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে জুমার নামাজের পর মুসল্লিদের একটি মিছিল থেকে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি মন্দির, বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত