প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন, পদে নেই নওফেল

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তাঁর পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নয় সদস্যের সমন্বয়ে বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়।

পদাধিকার বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান। সদস্য হিসেবে থাকছেন– চসিকের সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় উপাচার্য, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক সচিব, চসিকের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, দুজন প্যানেল মেয়র এবং চসিকের হিসাব ও নিরীক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।

২০০২ সালে ভর্তি কার্যক্রম শুরু করা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অন্তত ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অনুপম সেনসহ কোষাধ্যক্ষ ও প্রক্টর গত ৭ ডিসেম্বর পদত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত