মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে পানি সংকটে ব্যাহত হচ্ছে আউশ চাষ। তীব্র খরায় ফেটে চৌচির হয়ে যাচ্ছে জমি। আবাদযোগ্য ৪ হাজার ২২৪ হেক্টর জমির মধ্যে গত বছর মাত্র ৭০ হেক্টর জমিতে আউশ চাষ হয়। কিন্তু চলতি বছরে পানি না থাকায় কোনো জমিতেই আউশ চাষ হয়নি। এমন অবস্থায় আউশ চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, আউশ উৎপাদনের মৌসুম ১৫ মার্চ থেকে ১৫ জুন। কিন্তু এ বছর মার্চ, এপ্রিল ও মে’র ১৫ তারিখ পর্যন্ত খরায় জমি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে সেচ সুবিধা না পাওয়ায় এখানকার ৯০ শতাংশ প্রান্তিক কৃষক বীজতলায় চারা উৎপাদন করতে পারেনি। ফলে আউশ চাষ এখনো শূন্যের কোঠায়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান কাটা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আউশ চাষযোগ্য ৭০ হেক্টর জমির কোথাও আউশের আবাদ এখন পর্যাপ্ত হয়নি। হাতেগোনা কয়েকজন কৃষক বীজতলায় চারা উৎপাদন করলেও খরায় কেউ জমিতে লাঙল বা ট্রাক্টরের আঁচর লাগাতে পারেনি। এতে বীজতলায় চারা উৎপাদন কারীরা বিপাকে পড়েছেন। একদিকে চারার বয়স বেড়ে যাচ্ছে, অন্যদিকে আউশের সময় পেরিয়ে যাচ্ছে।
গত শুক্রবার তিনটহরী, বড়বিলের উত্তর পাড়া, ধর্মঘর, গচ্ছাবিল এলাকায় গিয়ে দেখা যায়, গত বছর যেসব জমিতে আউশ চাষ হয়েছিল। সেগুলো পানি বা বৃষ্টির অভাবে এখনো খালি।
পান্না বিলের কৃষক সুজন দাশ বলেন, ‘অনেক আশা নিয়ে ছড়া থেকে কলসি দিয়ে পানি তুলে বীজতলায় চারা উৎপাদন করছিলাম। কিন্তু বৃষ্টি না হওয়া ও ছড়াতে পানি কমে যাওয়ায় সেচের কোনো সুযোগ না নেই। তাই বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছি।’
সহকারী কৃষি কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, একসত্যা ব্লকের পান্না বিলসহ বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক আউশের চারা উৎপাদন করলেও পানির অভাবে এখনো জমিতে হাল দিতে পারেনি। চারার বয়স বেড়ে যাওয়ায় রোপণের অনুপযোগী হয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহি উদ্দীন আহম্মদ বলেন, পানির অভাবে ৯০ ভাগ কৃষক চারা উৎপাদন করতে পারেনি। যারা কাঁধে পানি তুলে বীজতলা তৈরি করে চারা উৎপাদন করেছেন তাঁরাও এখন জমিতে হাল দিতে পারেননি। এতে চারা রোপণ সম্ভব হয়নি।
আউশ মৌসুমে এক-তৃতীয়াংশ সময় পেরিয়ে গেছে। যথা সময়ে বৃষ্টি বা সেচ সুবিধা না পাওয়ায় প্রান্তিক কৃষকের ৯০ শতাংশ কেউই চারা রোপণ করতে পারেনি। যুক্ত করেন এই কৃষি কর্মকর্তা।
খাগড়াছড়ির মানিকছড়িতে পানি সংকটে ব্যাহত হচ্ছে আউশ চাষ। তীব্র খরায় ফেটে চৌচির হয়ে যাচ্ছে জমি। আবাদযোগ্য ৪ হাজার ২২৪ হেক্টর জমির মধ্যে গত বছর মাত্র ৭০ হেক্টর জমিতে আউশ চাষ হয়। কিন্তু চলতি বছরে পানি না থাকায় কোনো জমিতেই আউশ চাষ হয়নি। এমন অবস্থায় আউশ চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, আউশ উৎপাদনের মৌসুম ১৫ মার্চ থেকে ১৫ জুন। কিন্তু এ বছর মার্চ, এপ্রিল ও মে’র ১৫ তারিখ পর্যন্ত খরায় জমি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে সেচ সুবিধা না পাওয়ায় এখানকার ৯০ শতাংশ প্রান্তিক কৃষক বীজতলায় চারা উৎপাদন করতে পারেনি। ফলে আউশ চাষ এখনো শূন্যের কোঠায়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান কাটা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আউশ চাষযোগ্য ৭০ হেক্টর জমির কোথাও আউশের আবাদ এখন পর্যাপ্ত হয়নি। হাতেগোনা কয়েকজন কৃষক বীজতলায় চারা উৎপাদন করলেও খরায় কেউ জমিতে লাঙল বা ট্রাক্টরের আঁচর লাগাতে পারেনি। এতে বীজতলায় চারা উৎপাদন কারীরা বিপাকে পড়েছেন। একদিকে চারার বয়স বেড়ে যাচ্ছে, অন্যদিকে আউশের সময় পেরিয়ে যাচ্ছে।
গত শুক্রবার তিনটহরী, বড়বিলের উত্তর পাড়া, ধর্মঘর, গচ্ছাবিল এলাকায় গিয়ে দেখা যায়, গত বছর যেসব জমিতে আউশ চাষ হয়েছিল। সেগুলো পানি বা বৃষ্টির অভাবে এখনো খালি।
পান্না বিলের কৃষক সুজন দাশ বলেন, ‘অনেক আশা নিয়ে ছড়া থেকে কলসি দিয়ে পানি তুলে বীজতলায় চারা উৎপাদন করছিলাম। কিন্তু বৃষ্টি না হওয়া ও ছড়াতে পানি কমে যাওয়ায় সেচের কোনো সুযোগ না নেই। তাই বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছি।’
সহকারী কৃষি কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, একসত্যা ব্লকের পান্না বিলসহ বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক আউশের চারা উৎপাদন করলেও পানির অভাবে এখনো জমিতে হাল দিতে পারেনি। চারার বয়স বেড়ে যাওয়ায় রোপণের অনুপযোগী হয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহি উদ্দীন আহম্মদ বলেন, পানির অভাবে ৯০ ভাগ কৃষক চারা উৎপাদন করতে পারেনি। যারা কাঁধে পানি তুলে বীজতলা তৈরি করে চারা উৎপাদন করেছেন তাঁরাও এখন জমিতে হাল দিতে পারেননি। এতে চারা রোপণ সম্ভব হয়নি।
আউশ মৌসুমে এক-তৃতীয়াংশ সময় পেরিয়ে গেছে। যথা সময়ে বৃষ্টি বা সেচ সুবিধা না পাওয়ায় প্রান্তিক কৃষকের ৯০ শতাংশ কেউই চারা রোপণ করতে পারেনি। যুক্ত করেন এই কৃষি কর্মকর্তা।
শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, দেশ সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে। রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা ব
১ মিনিট আগেপ্রকাশ্যে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দেওয়ার প্রতিশোধ, হাটবাজারের ইজারা দখল ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব—মূলত এই তিন কারণে মাদারীপুর সদরের খোয়াজপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। হামলাকালে তিনজন স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারেননি। তাঁদের কুপ
৯ মিনিট আগেচাঁদপুর জেলার ৮ উপজেলায় ৯১ ইটভাটার মধ্যে ৪১ ভাটাই অবৈধ। আর এসব অবৈধ ইটভাটা বন্ধে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। একই দিন ফরিদগঞ্জ উপজেলার তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেসাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে