Ajker Patrika

চাঁদের গাড়ি উল্টে দুই ছাত্রী নিহতের ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর বরখাস্ত, সার্জেন্টকে প্রত্যাহার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ৪১
চাঁদের গাড়ি উল্টে দুই ছাত্রী নিহতের ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর বরখাস্ত, সার্জেন্টকে প্রত্যাহার

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি উল্টে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নিখিল বিকাশ চাকমাকে সাময়িক বরখাস্ত এবং সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘আজ থানায় মামলাটি করেন নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব। চাঁদের গাড়ির চালককে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গত বুধবার ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু আকতার (১৬) পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশীদুল হক জানান, এ ঘটনায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখিল বিকাশ চাকমাকে আজ বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত এবং সার্জেন্ট আল আমিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত