Ajker Patrika

রোহিঙ্গা শিবির ঘুরে দেখল দুই কংগ্রেসম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৬: ২১
রোহিঙ্গা শিবির ঘুরে দেখল দুই কংগ্রেসম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল

রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি জানতে কক্সবাজারের শরণার্থীশিবির পরিদর্শনে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ সোমবার সকালে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে গিয়ে পৌঁছান।

এই সফরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক ১১ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কেইস ও ম্যাকরমিক যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত আর্থিক তহবিল সংক্রান্ত কমিটির সদস্য।

বিমান অবতরণের পর প্রতিনিধিদলটি কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা সমূহের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব‍্যাপী বৈঠক করে।

পরে বেলা সাড়ে ১১টায় উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় তাঁরা। এরপর তারা রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

চলমান কার্যক্রমগুলো পরিদর্শনের পর কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এ সময় তারা রোহিঙ্গাদের কথা শোনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে প্রতিনিধি দলটি।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গা তরুণ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘মার্কিন প্রতিনিধিদলকে আমরা জানিয়েছি, আমাদের রেশন কমানো হয়েছে, ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা নিয়মিত হয়ে পড়েছে। আশ্রয় জীবনে আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই।’

এ সময় এ সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর আছে বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন। মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান মুজিবুর রহমান।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধিদলের। এরপর সন্ধ্যায় তারা ঢাকা ফিরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত