নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
করোনা প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাধারণ রোগীর সেবা কার্যক্রম চালু হয়েছে। রোগী ভর্তি, রুটিন অপারেশনসহ সব কার্যক্রম চলছে আগের মতোই।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, চমেকে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি কমে যাওয়া চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আগের মতো সাধারণ রোগী ভর্তি করানো হচ্ছে। রুটিন অপারেশনও চালু করা হয়েছে।
জুলাই ও আগস্টের প্রথমদিকে চমেকে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ জনও করোনা রোগী ভর্তি ছিল। শয্যা না পেয়ে ফ্লোরেও রোগীর সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৪০ জন।
সরেজমিন দেখা যায়, পটিয়া থেকে এসেছেন ৩০ বছর বয়সী সাবেকুন্নাহার। তিনি কয়েকদিন ধরে দুর্বলতায় ভুগছেন, সঙ্গে পাতলা পায়খানাও। তাঁর স্বামী আরিফুল ইসলাম ইমারজেন্সি থেকে টিকিট কেটেছেন। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
আরিফুল ইসলাম বলেন, চমেকে আনার সময় ভয়ে ছিলাম ভর্তি দেবে কি'না। কারণ প্রতিবেশি কয়েকজন বলেছিল চমেকে ভর্তি নিচ্ছে না। তারপরও চলে আসলাম। এসে দেখি তাঁরা ভর্তি দিয়েছে।
চমেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ রজব আলী বলেন, করোনা আক্রান্ত রোগী কম ভর্তি হচ্ছেন। করোনা উপসর্গ রোগীও কম আসছে। এখন যা ভর্তি হচ্ছে তা নন কোভিড।
কোভিড চিকিৎসা আরও সম্প্রসারিত করতে গত ১১ জুলাই থেকে চমেক হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। তবে জরুরি রোগী ও অপারেশন চালু রাখে হাসপাতাল করতৃপক্ষ।
করোনা প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাধারণ রোগীর সেবা কার্যক্রম চালু হয়েছে। রোগী ভর্তি, রুটিন অপারেশনসহ সব কার্যক্রম চলছে আগের মতোই।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, চমেকে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি কমে যাওয়া চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আগের মতো সাধারণ রোগী ভর্তি করানো হচ্ছে। রুটিন অপারেশনও চালু করা হয়েছে।
জুলাই ও আগস্টের প্রথমদিকে চমেকে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ জনও করোনা রোগী ভর্তি ছিল। শয্যা না পেয়ে ফ্লোরেও রোগীর সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৪০ জন।
সরেজমিন দেখা যায়, পটিয়া থেকে এসেছেন ৩০ বছর বয়সী সাবেকুন্নাহার। তিনি কয়েকদিন ধরে দুর্বলতায় ভুগছেন, সঙ্গে পাতলা পায়খানাও। তাঁর স্বামী আরিফুল ইসলাম ইমারজেন্সি থেকে টিকিট কেটেছেন। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
আরিফুল ইসলাম বলেন, চমেকে আনার সময় ভয়ে ছিলাম ভর্তি দেবে কি'না। কারণ প্রতিবেশি কয়েকজন বলেছিল চমেকে ভর্তি নিচ্ছে না। তারপরও চলে আসলাম। এসে দেখি তাঁরা ভর্তি দিয়েছে।
চমেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ রজব আলী বলেন, করোনা আক্রান্ত রোগী কম ভর্তি হচ্ছেন। করোনা উপসর্গ রোগীও কম আসছে। এখন যা ভর্তি হচ্ছে তা নন কোভিড।
কোভিড চিকিৎসা আরও সম্প্রসারিত করতে গত ১১ জুলাই থেকে চমেক হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। তবে জরুরি রোগী ও অপারেশন চালু রাখে হাসপাতাল করতৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ছয় ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাতে কাজিরহাট রুটে দুটি ও পাটুরিয়ায় তিনটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে...
৩৩ মিনিট আগেফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে দুপাশে ঘন গজারি বন। গাছপালা কেটে বনভূমি উজাড় ও জবরদখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের তোয়াক্কা না করে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী। উপজেলা প্রশাসন এই কাজ দ্রুত বন্ধের কথা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। এ
৯ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তাঁর পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তাঁর মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৯ ঘণ্টা আগে