নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে মোট সাতজনের মৃত্যু হয়েছে, যাঁর মধ্যে পাঁচজনই নারী। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয় জানায়, মৃত ওই নারী হলেন হানি আকতার (২২)। তিনি গতকাল সোমবার মারা যান। বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায়। গত ১১ সেপ্টেম্বর নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোমে’ তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১৫ জন। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে মোট সাতজনের মৃত্যু হয়েছে, যাঁর মধ্যে পাঁচজনই নারী। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয় জানায়, মৃত ওই নারী হলেন হানি আকতার (২২)। তিনি গতকাল সোমবার মারা যান। বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায়। গত ১১ সেপ্টেম্বর নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোমে’ তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১৫ জন। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে
১ few সেকেন্ড আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
১৬ মিনিট আগে