নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় নিহতের বাবা মোশাররফ হোসেনকে দ্বিতীয়বারের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে মামলাটির বাদী মোশাররফকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, মামলা বাদী এজাহারে যেসব বিষয় উল্লেখ করেছেন জেরায় কিছু বিষয়ে তাঁরা মিল খুঁজে পাননি। এই জেরা চলমান আছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি প্রবীর কুমার ভট্টাচার্য্য বলেন, বিকেল ৫টা পর্যন্ত চলে এই জেরা। জেরা অসম্পন্ন রেখে আদালত আগামী ১০ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
আদালতের কার্যক্রম শেষে আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, মিতুর বাবা যে এজাহার দিয়েছেন তা উনি নিজে লেখেননি। তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে এজাহার তৈরি করেছেন। এটা উনি স্বীকার করছেন না।
এজাহারে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে বাদীকে জেরায় কিছু বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়নি। একটা অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে এজাহার তৈরি করা হয়েছে।
আসামিপক্ষের আরেক আইনজীবী গোলাম মওলা মুরাদ বলেন, পূর্ণাঙ্গ এজাহারে কি লেখা হয়েছে সেটা উনি জানেন কিনা? আমরা সেটা জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন, জানেন। এই এজাহারের একটি ইংরেজি শব্দের বিষয়ে তখন জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন তা জানেন না। আমরা এজাহারে যেসব শব্দের বিষয়ে জিজ্ঞাসা করেছি উনি বলেছেন মনে নাই। এই এজাহার কোথায় বসে লেখা হয়েছে সেটাও উনি বলতে পারেননি।
মুরাদ বলেন, উনি চট্টগ্রামে কখন এসেছেন? কোথায় ছিলেন? যদিও উনি এসবের উত্তর দিতে পারেননি। উনি একবার বলেছেন চট্টগ্রামে ওনার আত্মীয়ের বাসায় ছিলেন। তবে কোন আত্মীয় সেটা বলতে পারেননি। জেরা শেষে আমরা মোটামুটি বুঝতে পেরেছি উনি কোথাও ছিলেন না, চট্টগ্রাম পিবিআই অফিসে ছিলেন। সেখানে পিবিআই এজাহার লিখে দিয়েছে।
এর আগে আজ সোমবার দুপুর ১২টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে আসামি বাবুল আক্তারসহ তিন আসামিকে আদালতের এজলাসে আনা হয়। এদিন বাবুল ছাড়াও এ মামলায় আরও চার আসামি এহতেশামুল হক ভোলা (৫৪), মোতালেব মিয়া ওয়াসিম (৩৩), আনোয়ার হোসেন (২৮) ও শাহজাহান মিয়া (২৮) উপস্থিত ছিলেন। এদের মধ্যে এহতেশামুল হক ভোলা জামিনে আছেন। মামলায় আরও দুই আসামি মুসা ও কালু পলাতক আছেন।
চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় নিহতের বাবা মোশাররফ হোসেনকে দ্বিতীয়বারের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে মামলাটির বাদী মোশাররফকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, মামলা বাদী এজাহারে যেসব বিষয় উল্লেখ করেছেন জেরায় কিছু বিষয়ে তাঁরা মিল খুঁজে পাননি। এই জেরা চলমান আছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি প্রবীর কুমার ভট্টাচার্য্য বলেন, বিকেল ৫টা পর্যন্ত চলে এই জেরা। জেরা অসম্পন্ন রেখে আদালত আগামী ১০ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
আদালতের কার্যক্রম শেষে আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, মিতুর বাবা যে এজাহার দিয়েছেন তা উনি নিজে লেখেননি। তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে এজাহার তৈরি করেছেন। এটা উনি স্বীকার করছেন না।
এজাহারে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে বাদীকে জেরায় কিছু বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়নি। একটা অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে এজাহার তৈরি করা হয়েছে।
আসামিপক্ষের আরেক আইনজীবী গোলাম মওলা মুরাদ বলেন, পূর্ণাঙ্গ এজাহারে কি লেখা হয়েছে সেটা উনি জানেন কিনা? আমরা সেটা জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন, জানেন। এই এজাহারের একটি ইংরেজি শব্দের বিষয়ে তখন জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন তা জানেন না। আমরা এজাহারে যেসব শব্দের বিষয়ে জিজ্ঞাসা করেছি উনি বলেছেন মনে নাই। এই এজাহার কোথায় বসে লেখা হয়েছে সেটাও উনি বলতে পারেননি।
মুরাদ বলেন, উনি চট্টগ্রামে কখন এসেছেন? কোথায় ছিলেন? যদিও উনি এসবের উত্তর দিতে পারেননি। উনি একবার বলেছেন চট্টগ্রামে ওনার আত্মীয়ের বাসায় ছিলেন। তবে কোন আত্মীয় সেটা বলতে পারেননি। জেরা শেষে আমরা মোটামুটি বুঝতে পেরেছি উনি কোথাও ছিলেন না, চট্টগ্রাম পিবিআই অফিসে ছিলেন। সেখানে পিবিআই এজাহার লিখে দিয়েছে।
এর আগে আজ সোমবার দুপুর ১২টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে আসামি বাবুল আক্তারসহ তিন আসামিকে আদালতের এজলাসে আনা হয়। এদিন বাবুল ছাড়াও এ মামলায় আরও চার আসামি এহতেশামুল হক ভোলা (৫৪), মোতালেব মিয়া ওয়াসিম (৩৩), আনোয়ার হোসেন (২৮) ও শাহজাহান মিয়া (২৮) উপস্থিত ছিলেন। এদের মধ্যে এহতেশামুল হক ভোলা জামিনে আছেন। মামলায় আরও দুই আসামি মুসা ও কালু পলাতক আছেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে