Ajker Patrika

সাতকানিয়ায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  
সাতকানিয়ায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সাতকানিয়ায় গত ৪ এপ্রিল অনুমোদন দেওয়া আংশিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একাংশ। আজ রোববার বিকেল ৪টার দিকে কেঁওচিয়ার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী (তুহিন)। এ সময় সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তোফাজ্জল হোসেন (তুহিন) বলেন, ‘নবগঠিত কমিটির সভাপতি জামায়াত পরিবারের সন্তান। তার বিরুদ্ধে অবৈধ গ্যাস ও মাটি ব্যবসা এবং সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগসহ অনেক অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে তার ছাত্রত্ব নেই। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সভাপতির বয়স ৩১ বছর ২০ দিন। গঠনতন্ত্র অনুযায়ী তার ছাত্রলীগ করার কোনো সুযোগ নাই। অন্যদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পূর্বের কমিটির সভাপতি ছিলেন। ওই সময় টাকার বিনিময়ে ছাত্রদল, ছাত্রশিবির কর্মী ও মোটরসাইকেল চুরির একাধিক মামলার আসামিকে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাইয়ে দেওয়ার অভিযোগে প্রমাণিত হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছিল।’ 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রহমত উল্লাহ বাবলু, সাবেক সহসভাপতি রকিম উদ্দীন রকিব, আহসান উল্লাহ রিয়াদ চৌধুরী, রায়হানুল ইসলাম রাছিব, রাসেল উদ্দীন খোকন, আরফাতুল ইসলাম সাজ্জাদ, তৌহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ মানিক, ইমরান চৌধুরী, শাহাদাত হোসেন, মো. শিবলু, মো. ইমরান, জিহাদুল ইসলাম, মো. ইজাছ, মো. রিয়াদ, মো. সাইমুন, আনিসুর রহমান, মো. পিবলু, শেখ রাসেল, মো. আনোয়ার, মো. ইমন, মো. আরিফ, মো. সাইমুন, মো. জিহাদ ও মো. ফয়সাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত