Ajker Patrika

এ বি এম মূসা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৪: ০৭
এ বি এম মূসা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি

ছাগলনাইয়ায় সাংবাদিক এ বি এম মূসার ৯২তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাগলনাইয়া প্রেসক্লাবের আয়োজনে গণপাঠাগার মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা হয়।

ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কবি ও লেখক ওবায়েদ মজুমদার।

সাংবাদিক এ বি এম নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য দেন ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম, সাংবাদিক নুরুজ্জামান সুমন, সাংবাদিক কামরুল হাসান লিটন, কলামিস্ট হারুনুর রশিদ আরজু, সাংবাদিক আবুল হাসান, আবদুল আউয়াল চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মো. শাহ আলম, জিয়াউল হক রুবেল, কপিল উদ্দিন মজুমদার, কাজী নুরুল আলম নিলু, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক বাপ্পি, শাহ মো. ফয়সাল, এনায়েত উল্লাহ সোহেল, শাখাওয়াত হোসেন পাটোয়ারী, মো. ইউনুস প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে কবি ওবায়েদ মজুমদার বলেন, এ বি এম মূসা ভাই সাংবাদিকতার বিষয়ে অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এ বি এম মূসা ছিলেন একজন নির্মোহ ও নির্লোভ মানুষ। বই পড়ার প্রতি ছিল তাঁর প্রচুর আগ্রহ। আমাদের সমাজে এরকম আরও এ বি এম মূসার প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত