Ajker Patrika

দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানি মিথ্যা মামলা দায়ের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা কুমিল্লা সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের সম্প্রতি দায়ের করা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অবিলম্বে এই মামলার প্রত্যাহারের দাবিও জানান তারা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক ও মাই টিভি প্রতিনিধি এম এ আউয়াল, দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টাফ রিপোর্টার সাব্বির আহাম্মেদ সুবীর, দৈনিক সমকালের আমজাদ হোসেন সজল, দৈনিক কালের কণ্ঠের চাঁন মিয়া সরকার, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহআলম সিকদার, বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট, দৈনিক মানবকণ্ঠের ফারুক আহাম্মেদ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শাহিন আহমেদ সাজু, দৈনিক আলোকিত সকাল মো. সেলিম মিয়া, দৈনিক দেশ সেবা বাঞ্ছারামপুর হোমনা প্রতিনিধি মো. নাছির উদ্দিন, ভোরের কাগজের রফিকুল ইসলাম, একাত্তর টিভির বাহারুল ইসলাম, এশিয়ান টিভির রিফাত আবির, চ্যানেল এস এর আলমগীর হোসেন, নওরোজের রাকিবুল ইসলাম রিয়ান, নয়া শতাব্দীর বশির আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ই মে 'কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকাটির প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মো. রুহুল আমিন ও কাগজ প্রতিবেদক (কুমিল্লা) এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত