কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ শনিবার সকালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিনের ডেইলপাড়া ঘাটে বাজারে মাছটি তোলেন ট্রলারের মাঝি রশিদ মিয়া। এ সময় বিশাল মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় করেন। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল।
সেন্ট মার্টিন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শুক্রবার রাতে রশিদ মাঝির নেতৃত্বে ১০-১২ জন মাঝিমাল্লা মাছ ধরতে রওনা হন। তাঁরা সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে জাল ফেলেন। সেখানে তাঁদের জালে উঠে আসে বোল মাছটি।
মাঝি রশিদ মিয়া বলেন, এত বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছ পেয়ে যেমন খুশি, তেমনি দাম পেয়েও সন্তুষ্ট আমরা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মাছটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫০ কেজি ওজনের বোল মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। মাছটি বাজারে ওঠার খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় করেছিল।
এর আগে ২০১৮ সালের ১৩ জানুয়ারি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে বড়শিতে ধরা পড়েছিল ৯১ কেজি ওজনের একটি বোল মাছ, যা বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছ বিরল প্রজাতির। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত। এ মাছ সচরাচর ধরা পড়ে না। বছরে দু-একটি সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ধরা পড়ে।
কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ শনিবার সকালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিনের ডেইলপাড়া ঘাটে বাজারে মাছটি তোলেন ট্রলারের মাঝি রশিদ মিয়া। এ সময় বিশাল মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় করেন। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল।
সেন্ট মার্টিন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শুক্রবার রাতে রশিদ মাঝির নেতৃত্বে ১০-১২ জন মাঝিমাল্লা মাছ ধরতে রওনা হন। তাঁরা সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে জাল ফেলেন। সেখানে তাঁদের জালে উঠে আসে বোল মাছটি।
মাঝি রশিদ মিয়া বলেন, এত বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছ পেয়ে যেমন খুশি, তেমনি দাম পেয়েও সন্তুষ্ট আমরা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মাছটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫০ কেজি ওজনের বোল মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। মাছটি বাজারে ওঠার খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় করেছিল।
এর আগে ২০১৮ সালের ১৩ জানুয়ারি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে বড়শিতে ধরা পড়েছিল ৯১ কেজি ওজনের একটি বোল মাছ, যা বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছ বিরল প্রজাতির। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত। এ মাছ সচরাচর ধরা পড়ে না। বছরে দু-একটি সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ধরা পড়ে।
তৃতীয় শ্রেণির চাকরিতে যোগ দিয়েছিলেন এক দশক আগে। এই পদে চাকরি করে আক্ষরিক অর্থে ‘পাহাড়সম’ সম্পদ হয়েছে বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল আলমের।
১ ঘণ্টা আগেকুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
২ ঘণ্টা আগেসিলেটে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সিলেট নগরের শাহপরান এলাকার বাহুবলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
২ ঘণ্টা আগে