Ajker Patrika

সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে মক্তবের শিক্ষার্থী দুই শিশুর মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৮
সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে মক্তবের শিক্ষার্থী দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে মক্তবের শিক্ষার্থী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের আস্তানা মসজিদে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মসজিদের ইমাম পলাতক রয়েছেন।

নিহত দুজন হলো উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো. জিসান (৯) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২)। জিসান পূর্ব চরবাটা হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির আর রাহাত চরবাটা ইসমাইলিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

ঘটনার প্রত্যক্ষদর্শী সাগর হোসেন বলেন, সকাল ৭টার দিকে মক্তবের শিক্ষক মাওলানা আবু তাহের (ওই মসজিদের ইমাম) রাহাত, জিসান ও সাগরকে মসজিদের ছাদে গাছের ছোট ডালপালা ও ছাদে পড়ে থাকা পাতা কুড়াতে বলেন। সিঁড়ি না থাকায় আমগাছ বেয়ে তারা মসজিদের ছাদে ওঠে। একপর্যায়ে রাহাত ১১ হাজার বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তাকে ছোটাতে গিয়ে জিসানও তারে আটকে যায়। সাগর লাফ দিয়ে নিচে নেমে বিষয়টা জানালে মসজিদের ইমাম ফোন করে বিদ্যুৎ বন্ধ করতে বলেন। বিদ্যুৎ বন্ধ হওয়ার পর তাদের মসজিদের ছাদ থেকে নামানো হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দিন বলেন, নিহত দুই শিশু একই বাড়ির। তারা সম্পর্কে মামা-ভাগনে। মসজিদের ছাদ ঘেঁষে যাওয়া তারে জড়িয়ে শিশু দুটি গুরুতর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর পল্লি বিদ্যুৎ সমিতির উপব্যবস্থাপক মো. আফজাল হোসেন বলেন, মসজিদ নির্মাণের আগেই বিদ্যুতের লাইন টানা হয়েছে। মসজিদ কমিটি থেকে বৈদ্যুতিক লাইন ঝুঁকিপূর্ণ বলে কখনো জানানো হয়নি।
 
এ বিষয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত