থানচি (বান্দরবান) প্রতিনিধি
‘বান্দরবানের থানচিকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলায় ক্লান্তিহীন কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের সহযোগিতা পেলে সে লক্ষ্যে পৌঁছতে পারব। আগামী বুধবার সকাল ১০টার দিকে ৫২ পরিবারকে নির্মিত মাচাং ঘরসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে।’
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার প্রতিটি মানুষ খুঁজে পাবে নিরাপদ আশ্রয়। আশ্রয়ণ প্রকল্প যেন সেই নিরাপদ আশ্রয়ের চূড়ান্ত রূপ। সারা দেশের মতো অত্র উপজেলায় ৩৩৯ পরিবার পাহাড়ি ডিজাইনের মাচাংঘর হস্তান্তর করা হবে।’
ইউএনও আরও বলেন, ‘আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের অসমাপ্ত পাকাঘর ৭টি ও চতুর্থ পর্যায়ের ৪৫টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাচাংঘরসহ মোট ৫২টি ঘরের চাবি হস্তান্তর করা হবে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও ভার্চুয়াল সংযোগের মাধ্যমে এর উদ্বোধন করবেন।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন মিঞা জানান, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে উপজেলার খাসজমিতে দুই শতাংশ করে গৃহনির্মাণ করা হচ্ছে। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চলছে রেজিস্ট্রেশনের কাজ। আশ্রয়ণের বাসিন্দাদের সুপেয় খাবার পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা ও মুজিব বর্ষ উপলক্ষে একক গৃহনির্মাণ ও পরিকল্পনা সংক্রান্ত প্রকল্পের নিয়ম নিতি অনুসারে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
‘বান্দরবানের থানচিকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলায় ক্লান্তিহীন কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের সহযোগিতা পেলে সে লক্ষ্যে পৌঁছতে পারব। আগামী বুধবার সকাল ১০টার দিকে ৫২ পরিবারকে নির্মিত মাচাং ঘরসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে।’
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার প্রতিটি মানুষ খুঁজে পাবে নিরাপদ আশ্রয়। আশ্রয়ণ প্রকল্প যেন সেই নিরাপদ আশ্রয়ের চূড়ান্ত রূপ। সারা দেশের মতো অত্র উপজেলায় ৩৩৯ পরিবার পাহাড়ি ডিজাইনের মাচাংঘর হস্তান্তর করা হবে।’
ইউএনও আরও বলেন, ‘আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের অসমাপ্ত পাকাঘর ৭টি ও চতুর্থ পর্যায়ের ৪৫টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাচাংঘরসহ মোট ৫২টি ঘরের চাবি হস্তান্তর করা হবে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও ভার্চুয়াল সংযোগের মাধ্যমে এর উদ্বোধন করবেন।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন মিঞা জানান, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে উপজেলার খাসজমিতে দুই শতাংশ করে গৃহনির্মাণ করা হচ্ছে। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চলছে রেজিস্ট্রেশনের কাজ। আশ্রয়ণের বাসিন্দাদের সুপেয় খাবার পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা ও মুজিব বর্ষ উপলক্ষে একক গৃহনির্মাণ ও পরিকল্পনা সংক্রান্ত প্রকল্পের নিয়ম নিতি অনুসারে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
১ সেকেন্ড আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৭ মিনিট আগে