নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম আবু বক্কর রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা হলেন নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ। তিনি ঘটনার সময় মুখ্য ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ প্রেসিডেন্সি স্কুলের সামনে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরিদর্শক নেজাম উদ্দীন তখন ওই স্কুল থেকে তাঁর ছেলেকে আনতে গিয়েছিলেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা সৃষ্টি হয়।
উল্লেখ্য, নেজাম উদ্দীন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকলিয়া ও সর্বশেষ ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।
চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম আবু বক্কর রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা হলেন নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ। তিনি ঘটনার সময় মুখ্য ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ প্রেসিডেন্সি স্কুলের সামনে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরিদর্শক নেজাম উদ্দীন তখন ওই স্কুল থেকে তাঁর ছেলেকে আনতে গিয়েছিলেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা সৃষ্টি হয়।
উল্লেখ্য, নেজাম উদ্দীন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকলিয়া ও সর্বশেষ ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র হক সাহেবের মোড় থেকে স্টেশন সড়ক এবং শহীদ মিনার থেকে থানা সড়কের এক পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ঈদ সামনে রেখে কেনাকাটায় বের হওয়া মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
২ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মসজিদের নামে তোলা টাকার সিংহভাগই ছয়নয় করার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। আগে মসজিদটিতে দলিলপ্রতি মাত্র ২০ টাকা দেওয়া হলেও বর্তমানে তা-ও দেওয়া হয় না। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
২ ঘণ্টা আগেনিজের সম্বন্ধী আর বন্ধুবান্ধব ছাড়া কাউকেই চিনছেন না রাজশাহী গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। দরপত্রের প্রক্রিয়ার গোপন দর ফাঁস করে তিনি তাঁদের লাখ লাখ টাকার কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অন্য কোনো ঠিকাদার কাজ পাচ্ছেন না। বঞ্চিত ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ...
২ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ...
৩ ঘণ্টা আগে