চট্টগ্রামে পুলিশ পরিদর্শকে মারধর: স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মারধর। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম আবু বক্কর রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা হলেন নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ। তিনি ঘটনার সময় মুখ্য ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ প্রেসিডেন্সি স্কুলের সামনে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরিদর্শক নেজাম উদ্দীন তখন ওই স্কুল থেকে তাঁর ছেলেকে আনতে গিয়েছিলেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা সৃষ্টি হয়।

উল্লেখ্য, নেজাম উদ্দীন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকলিয়া ও সর্বশেষ ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত