নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম আবু বক্কর রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা হলেন নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ। তিনি ঘটনার সময় মুখ্য ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ প্রেসিডেন্সি স্কুলের সামনে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরিদর্শক নেজাম উদ্দীন তখন ওই স্কুল থেকে তাঁর ছেলেকে আনতে গিয়েছিলেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা সৃষ্টি হয়।
উল্লেখ্য, নেজাম উদ্দীন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকলিয়া ও সর্বশেষ ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।
চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম আবু বক্কর রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা হলেন নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ। তিনি ঘটনার সময় মুখ্য ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ প্রেসিডেন্সি স্কুলের সামনে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরিদর্শক নেজাম উদ্দীন তখন ওই স্কুল থেকে তাঁর ছেলেকে আনতে গিয়েছিলেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা সৃষ্টি হয়।
উল্লেখ্য, নেজাম উদ্দীন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকলিয়া ও সর্বশেষ ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।
ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ ঝুলছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ এবং রুয়েট কর্তৃপক্ষের...
২ মিনিট আগেজেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আট-নয় রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। তাতে আহত শহীদুল ইসলাম শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মিনিট আগেঅ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) বলেছেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাম হওয়ায় আমাদের সম্প্রসারণের মধ্যে আটকে থাকতে হয়। কৃষি অধিদপ্তর নাম হলে কৃষি সেক্টর নিয়ে কাজ করা সহজ হবে...
৩২ মিনিট আগেফেনীর মহিপালে এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে