Ajker Patrika

চট্টগ্রামে সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৩ মামলায় আসামি ৪০০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৮: ৪৫
চট্টগ্রামে সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৩ মামলায় আসামি ৪০০

চট্টগ্রামে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর জামায়াতের আমিরসহ চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় দুটি এবং খুলশী থানায় একটি মামলা করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪০ জনের পাশাপাশি পলাতক নগর জামায়াতের আমির শাহাজাহানসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় এসব মামলা হয়েছে।

চট্টগ্রামে সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৩ মামলায় আসামি ৪০০। ছবি: আজকের পত্রিকাখুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, একই ঘটনায় তাঁর থানায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

গত সোমবার রাতে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। তাঁর মৃত্যু ঘিরে পরদিন মঙ্গলবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেয় জামায়াত। তাতে পুলিশের অনুমতি না থাকায় ওই দিন দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ।

এদিকে মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকে। তাতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত