নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর জামায়াতের আমিরসহ চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় দুটি এবং খুলশী থানায় একটি মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪০ জনের পাশাপাশি পলাতক নগর জামায়াতের আমির শাহাজাহানসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় এসব মামলা হয়েছে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, একই ঘটনায় তাঁর থানায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
গত সোমবার রাতে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। তাঁর মৃত্যু ঘিরে পরদিন মঙ্গলবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেয় জামায়াত। তাতে পুলিশের অনুমতি না থাকায় ওই দিন দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ।
এদিকে মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকে। তাতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করে।
চট্টগ্রামে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর জামায়াতের আমিরসহ চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় দুটি এবং খুলশী থানায় একটি মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মামলায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪০ জনের পাশাপাশি পলাতক নগর জামায়াতের আমির শাহাজাহানসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় এসব মামলা হয়েছে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, একই ঘটনায় তাঁর থানায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
গত সোমবার রাতে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। তাঁর মৃত্যু ঘিরে পরদিন মঙ্গলবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেয় জামায়াত। তাতে পুলিশের অনুমতি না থাকায় ওই দিন দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ।
এদিকে মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকে। তাতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করে।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে