সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির স্বজনেরা পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। এ দাবিতে আজ শনিবার তাঁরা সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। সেই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রধানের শাস্তিরও দাবি করেছেন তাঁরা।
আজ সকাল ১০টা থেকে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ১২টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় পৌর শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের ‘ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে’ দাবি করে মামলা পুনঃতদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং নির্দোষদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ছাড়া এই মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের শাস্তি দাবি করেন তাঁরা।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনের মুক্তির দাবিতে স্থানীয় যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বলেন, ‘রুহুল আমিন ভাই নির্দোষ। তিনি ষড়যন্ত্রের শিকার।’ মামলাটির পুনঃতদন্তের দাবিও জানান তিনি।
এ সময় সাবেক পৌর কাউন্সিলর নুরনবী লিটন বলেন, ‘শুরু থেকে সকলের দাবি, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সুষ্ঠুভাবে তদন্তের দাবি করে আসছি।’ শাহজাহান সাজু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো স্বজনহারা। আপনি বোঝেন এর কষ্ট কেমন। মামলাটির পুনঃতদন্তের ব্যবস্থা করুন।’
মামলার আরেক আসামি হাফেজ আব্দুল কাদেরের বাবা আবুল কাসেম খাঁন বলেন, ‘আমার ছেলে একজন কোরআনে হাফেজ। সে শুধু ছেলেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। আমার ছেলে যদি অপরাধী হয় তার সব শাস্তি মেনে নেব। কিন্তু বিনা দোষে কেন আজ সে অপরাধী, সে জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।’
আসামি আবছার উদ্দিনের স্ত্রী সুরাইয়া হোসেন আফরা বলেন, ‘আমার স্বামী একজন আদর্শ স্বামী ও আদর্শ শিক্ষক। সে নুসরাতকে ইংরেজি পড়াত। তাকে কেন ফাঁসানো হলো?’
ওই মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া বলে, ‘যখন ঘটনা ঘটছে তখন স্যার আমাদের কলেজ রোডে প্রাইভেট পড়াচ্ছেন। তাহলে কেমনে তিনি আসামি হলেন?’
আসামি মাকসুদ আলমের ছেলে আরাফাত হোসেন জয় দাবি করেন, পিবিআইয়ের প্রধান বনোজ কুমার তাঁর বাবার নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলে বিভিন্ন ধাপে ৩৯ লাখ টাকা নিয়েছেন। আরাফাত হোসেন বলেন, তাঁর বাবা ঘটনার সময় এলাকায়ও ছিলেন না। কিন্তু তাঁকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির পরিবারের স্বজনেরা বারবার মামলার পুনঃতদন্তের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাহকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ। এরপর তাঁর মুক্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করে। ৬ এপ্রিল আলিম পরীক্ষা কেন্দ্রে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। নুসরাত ১০ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আটক হওয়া ২১ জনের মধ্যে পিবিআই ৮৭ জনের সাক্ষ্যের ভিত্তিতে ১৬ জনকে দায়ী করে অভিযোগপত্র জমা দেয়। ফেনীর আদালত ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় দেন। মামলাটি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।
অন্যান্য খবর পড়ুন:
ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির স্বজনেরা পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। এ দাবিতে আজ শনিবার তাঁরা সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। সেই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রধানের শাস্তিরও দাবি করেছেন তাঁরা।
আজ সকাল ১০টা থেকে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ১২টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় পৌর শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের ‘ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে’ দাবি করে মামলা পুনঃতদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং নির্দোষদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ছাড়া এই মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের শাস্তি দাবি করেন তাঁরা।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনের মুক্তির দাবিতে স্থানীয় যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বলেন, ‘রুহুল আমিন ভাই নির্দোষ। তিনি ষড়যন্ত্রের শিকার।’ মামলাটির পুনঃতদন্তের দাবিও জানান তিনি।
এ সময় সাবেক পৌর কাউন্সিলর নুরনবী লিটন বলেন, ‘শুরু থেকে সকলের দাবি, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সুষ্ঠুভাবে তদন্তের দাবি করে আসছি।’ শাহজাহান সাজু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো স্বজনহারা। আপনি বোঝেন এর কষ্ট কেমন। মামলাটির পুনঃতদন্তের ব্যবস্থা করুন।’
মামলার আরেক আসামি হাফেজ আব্দুল কাদেরের বাবা আবুল কাসেম খাঁন বলেন, ‘আমার ছেলে একজন কোরআনে হাফেজ। সে শুধু ছেলেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। আমার ছেলে যদি অপরাধী হয় তার সব শাস্তি মেনে নেব। কিন্তু বিনা দোষে কেন আজ সে অপরাধী, সে জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।’
আসামি আবছার উদ্দিনের স্ত্রী সুরাইয়া হোসেন আফরা বলেন, ‘আমার স্বামী একজন আদর্শ স্বামী ও আদর্শ শিক্ষক। সে নুসরাতকে ইংরেজি পড়াত। তাকে কেন ফাঁসানো হলো?’
ওই মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া বলে, ‘যখন ঘটনা ঘটছে তখন স্যার আমাদের কলেজ রোডে প্রাইভেট পড়াচ্ছেন। তাহলে কেমনে তিনি আসামি হলেন?’
আসামি মাকসুদ আলমের ছেলে আরাফাত হোসেন জয় দাবি করেন, পিবিআইয়ের প্রধান বনোজ কুমার তাঁর বাবার নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলে বিভিন্ন ধাপে ৩৯ লাখ টাকা নিয়েছেন। আরাফাত হোসেন বলেন, তাঁর বাবা ঘটনার সময় এলাকায়ও ছিলেন না। কিন্তু তাঁকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির পরিবারের স্বজনেরা বারবার মামলার পুনঃতদন্তের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাহকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ। এরপর তাঁর মুক্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করে। ৬ এপ্রিল আলিম পরীক্ষা কেন্দ্রে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। নুসরাত ১০ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আটক হওয়া ২১ জনের মধ্যে পিবিআই ৮৭ জনের সাক্ষ্যের ভিত্তিতে ১৬ জনকে দায়ী করে অভিযোগপত্র জমা দেয়। ফেনীর আদালত ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় দেন। মামলাটি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।
অন্যান্য খবর পড়ুন:
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন...
৬ মিনিট আগে‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটব আমি যতক্ষণ’—এই স্লোগানে চাঁদপুরে প্রথমবারের মতো ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
১২ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
৩০ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে