Ajker Patrika

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ে ৩৬ হাজার গাছের চারা রোপণ আর্জেন্টিনা সমর্থকদের

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১২: ৪৩
৩৬ বছর পর বিশ্বকাপ জয়ে ৩৬ হাজার গাছের চারা রোপণ আর্জেন্টিনা সমর্থকদের

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের এক মাস পূর্তি উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে ৩৬ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করছেন আর্জেন্টিনার সমর্থকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা বিতরণ শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগানে ১৮ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত তাঁদের গাছের চারা রোপণ ও বিতরণ উৎসব চলবে।

গাছের চারা রোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরবাটা খাসের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমানউল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমুখ। 

আর্জেন্টিনার সমর্থক অনুপম ফকির বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর বৃক্ষপ্রেমী মো. সাখাওয়াত উল্যাহ ঘোষণা দিয়েছিলেন, সারা দেশে ১০ হাজার চারা রোপণ করবেন। সে জন্য দেশের সাত জেলায় গাছও পৌঁছে গেছে। তখন আমি অনুপ্রেরণা দিলাম, ‘৩৬ বছর পর বিশ্বকাপ পাইলাম, তোমরা গাছ দিবা ১০ হাজার! কিছু হইল!! ৩৬ হাজার দাও, একটা ভালো উদ্‌যাপন হোক। তাই মাস পূর্তিতে ৩৬ হাজার সম্প্রীতির গাছের উৎসব শুরু হলো।’ 

আর্জেন্টিনার সমর্থক ও গাছের চারা রোপণ কর্মসূচির উদ্যোক্তা মো. সাখাওয়াত উল্যাহ বলেন, ‘১৮ জানুয়ারি চরবাটা খাসের হাট স্কুল থেকে এই ৩৬ হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠান শুরু হলো। আগামী ৩৬ দিনের মধ্যে এই কর্মসূচি সম্পন্ন হবে। এর ফলে আমাদের ১ লাখ ১১ হাজার গাছের চারা রোপণ সম্পন্ন হবে। ১ লাখ চারার মাইলফলক শেষ হলে আমরা নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সারা দেশে আমাদের কার্যক্রম নতুনভাবে শুরু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত