Ajker Patrika

লামায় বালু বোঝাই ট্রাকের চাপায় ৩ জন নিহত, আহত ৩

প্রতিনিধি, লামা (বান্দরবান)
লামায় বালু বোঝাই ট্রাকের চাপায় ৩ জন নিহত, আহত ৩

বান্দরবানের লামায় বালি বোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবনিয়া পাড়ার শুভ দাশের স্ত্রী রূপসী মায়া দে (২২), গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০)। তাৎক্ষণিক ভাবে দুজন নিহতের পরিচয় পাওয়া গেলও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

এঘটনায় আহত হয়েছেন, মৃত রূপসী মায়া দের মেয়ে অঙ্কিতা দাশ (৩), মহেশখালীর মো. বোরহান উদ্দিন (২৮) এবং কুমিল্লা সদর ইউনিয়নের কালিয়াঝিড়ি গ্রামের মো. ফেলুমিয়ার ছেলে মো. জাকির হোসেন (৫৫)। 

প্রত্যক্ষদর্শী রিখা দাশ জানিয়েছেন, আমরা মাহেন্দ্র গাড়ি যোগে চকরিয়া বেড়াতে যাচ্ছিলাম। লামার লাইনঝিরি মোড়ে মাহেন্দ্র ড্রাইভার সামনে পুলিশ চেকপোস্ট আছে বলে আমাদের নামিয়ে দিয়ে বলে, আপনারা হেঁটে চেকপোস্ট পার হয়ে যান। তখন আমরা পুলিশ চেক পোস্ট পার হয়ে পশ্চিম লাইনঝিরি পর্যন্ত গেলে চকরিয়া থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক আমাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং পরে আরেকজন মারা যায়। অন্যরা প্রাণে বেঁচে যায়। মৃত তিনজনের মধ্যে দুজন আমার আত্মীয়। 

এদিকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোবিন বলেন, লামা হাসপাতালে একজন মৃত ও তিনজন আহত রোগী রয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চমেকে রেফার করে দেওয়া হয়েছে। নিহত দুজনকে তাঁদের স্বজনরা নিয়ে গেছেন। আহত মো. জাকির হোসেন (৫৫) নামের একজন এখনো হাসপাতালে রয়েছে। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত হয় তিনজন। ট্রাক ড্রাইভার ও মাহেন্দ্র ড্রাইভার পালিয়ে গেছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত