সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তল) আসনের জাপা প্রার্থী দিদারুল কবির দিদার। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবে দলীয় নেতা–কর্মীসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
জাপা প্রার্থী দিদারুল কবির দিদার জানান, এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ভোট গ্রহণের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে বিকেল তিনটার পর গণমাধ্যম কর্মীরা চলে এসে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ওঠেন আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীরা।
তাঁরা নির্বাচনী এলাকার পাহাড়তলী নুরিয়া মাদ্রাসা, জঙ্গল সলিমপুর, পাহাড়তলী রেলওয়ে বালিকা বিদ্যালয়, রাজা কাশেম উচ্চ বিদ্যালয়, ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়, লতিফা সিদ্দিকী গার্লস কলেজ, হাতিলোটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র সহ দশটি ভোট কেন্দ্র দখল করে নৌকার কর্মী সমর্থকেরা জাল ভোট মারতে শুরু করেন।
জাপা প্রার্থী দিদারুল কবির আরও বলেন, ‘ভোট গ্রহণের একেবারে শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে, তা দেখে আমি নির্বাক হয়েছি। তিনি প্রহসনের এ নির্বাচনের নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
বক্তব্যের একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের বিষয়টি সময় স্বল্পতার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি জানাতে পারেননি। এখন গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দেবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তাঁর অভিযোগের বিষয়টিও তিনি আমাকে মুঠোফোনে অবহিত করেননি।’
ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তল) আসনের জাপা প্রার্থী দিদারুল কবির দিদার। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবে দলীয় নেতা–কর্মীসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
জাপা প্রার্থী দিদারুল কবির দিদার জানান, এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ভোট গ্রহণের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে বিকেল তিনটার পর গণমাধ্যম কর্মীরা চলে এসে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ওঠেন আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীরা।
তাঁরা নির্বাচনী এলাকার পাহাড়তলী নুরিয়া মাদ্রাসা, জঙ্গল সলিমপুর, পাহাড়তলী রেলওয়ে বালিকা বিদ্যালয়, রাজা কাশেম উচ্চ বিদ্যালয়, ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়, লতিফা সিদ্দিকী গার্লস কলেজ, হাতিলোটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র সহ দশটি ভোট কেন্দ্র দখল করে নৌকার কর্মী সমর্থকেরা জাল ভোট মারতে শুরু করেন।
জাপা প্রার্থী দিদারুল কবির আরও বলেন, ‘ভোট গ্রহণের একেবারে শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে, তা দেখে আমি নির্বাক হয়েছি। তিনি প্রহসনের এ নির্বাচনের নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
বক্তব্যের একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের বিষয়টি সময় স্বল্পতার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি জানাতে পারেননি। এখন গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দেবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তাঁর অভিযোগের বিষয়টিও তিনি আমাকে মুঠোফোনে অবহিত করেননি।’
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন...
৭ মিনিট আগে‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটব আমি যতক্ষণ’—এই স্লোগানে চাঁদপুরে প্রথমবারের মতো ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
১২ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
৩০ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে