Ajker Patrika

চবি ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রক্টরকে আদালতে তলব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮: ০৮
চবি ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রক্টরকে আদালতে তলব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে তলব করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত ওই মামলার এক আসামির জামিন শুনানিতে এই আদেশ দেন।

আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী এস. এম মোর্শেদ।

এস. এম মোর্শেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনায় হাটহাজারী থানার মামলায় কারাগারে থাকা আসামি নুর হোসেন শাওন জামিন আবেদন করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে ১৪ সেপ্টেম্বর পুনরায় জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। সেই সঙ্গে ওই দিন আদালতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তলব করেন। একই দিন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকে আদালতে শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করেন পাঁচ যুবক। ওই ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। ঘটনার দুই দিন পর ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

এদিকে মামলার পর গত ২২ ও ২৩ জুলাই র‍্যাব অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত