নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষে কলেজ পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এই নিয়ে উৎকণ্ঠা দেখা দিলেও কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যাঘাত হবে না বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এ ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। এখনো ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আর এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
কলেজ না পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ তাহজিবের অভিভাবক মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পাস করার পর একাদশে ভর্তির জন্য আমার সন্তান বিভিন্ন কলেজে আবেদন করে। এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ নিয়ে চিন্তায় আছি।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত না হলেও সমস্যা নেই। তাদের ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। কেউ পড়াশোনার বাইরে থাকবে না। চিন্তার কারণ নেই।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দশটি কলেজের জায়গায় হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। মেধাতালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে হয়তো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষে কলেজ পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এই নিয়ে উৎকণ্ঠা দেখা দিলেও কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যাঘাত হবে না বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এ ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। এখনো ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আর এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
কলেজ না পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ তাহজিবের অভিভাবক মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পাস করার পর একাদশে ভর্তির জন্য আমার সন্তান বিভিন্ন কলেজে আবেদন করে। এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ নিয়ে চিন্তায় আছি।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত না হলেও সমস্যা নেই। তাদের ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। কেউ পড়াশোনার বাইরে থাকবে না। চিন্তার কারণ নেই।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দশটি কলেজের জায়গায় হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। মেধাতালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে হয়তো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
২৫ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
১ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে