Ajker Patrika

চট্টগ্রামে একাদশে কলেজ পায়নি সাড়ে ৭ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২: ০৭
চট্টগ্রামে একাদশে কলেজ পায়নি সাড়ে ৭ হাজার শিক্ষার্থী

চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন শেষে কলেজ পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এই নিয়ে উৎকণ্ঠা দেখা দিলেও কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যাঘাত হবে না বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। এ ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন। এখনো ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আর এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। 

কলেজ না পাওয়া শিক্ষার্থী মোহাম্মদ তাহজিবের অভিভাবক মো. রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি পাস করার পর একাদশে ভর্তির জন্য আমার সন্তান বিভিন্ন কলেজে আবেদন করে। এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ নিয়ে চিন্তায় আছি।’ 

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত না হলেও সমস্যা নেই। তাদের ব্যাপারে আন্তবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। কেউ পড়াশোনার বাইরে থাকবে না। চিন্তার কারণ নেই।’ 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা দশটি কলেজের জায়গায় হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। মেধাতালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে হয়তো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত