নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২ ডিসেম্বর। কিন্তু সেই পরীক্ষার নম্বরফর্দ কি না ছাপা ওই বছরের ৩ ফেব্রুয়ারির! এই ‘অসাধ্যসাধন’ করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। ভুল তারিখে ছাপানো বেশ কিছু নম্বরফর্দ এর মধ্যেই শিক্ষার্থীদের হাতে চলে গেছে।
শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বছরের ১৩ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু ভুলে নম্বরফর্দে তারিখ লেখা হয়েছে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি। অন্তত ৪১ হাজার নম্বরফর্দ এমন ভুল তারিখে ছাপানো হয়েছে।
ভুল তারিখে নম্বরফর্দ ছাপানোর বিষয়ে গতকাল মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথকে কারণ দর্শাতে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম। তিন কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
এখন ভুল তারিখে ছাপানো নম্বরফর্দগুলো সংশোধন করা হলে শিক্ষাবোর্ড বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে। আর যদি সংশোধন করা না হয়–তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীরা পড়বেন হয়রানির মুখে।
পরীক্ষা নিয়ন্ত্রককে দেওয়া কারণ দর্শানোর নোটিশেও সেটি উল্লেখ করা হয়েছে। চেয়ারম্যানের সই করা এই চিঠিতে বলা হয়, ভুল তারিখে নম্বরফর্দ মুদ্রণ হওয়ায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড ও সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুল তারিখে ছাপানো নম্বরফর্দ শিক্ষার্থীরা ব্যবহার সমস্যায় পড়তে পারে।
বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় আছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। কখনো ফল বিভ্রাট, কখনো আবার সেটি নিয়ে গঠিত তদন্ত কমিটি নিয়ে কাদা ছোড়াছুড়ি। এবার ভুল তারিখে নম্বরফর্দ ছাপানো।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় পাস করে ৮৯ হাজার ৮৯ জন। এর প্রায় অর্ধেকই ভুল তারিখে নম্বরফর্দ ছাপানো হয়ে গেছে। ২৮ মার্চ ভুলের বিষয়টি ধরা পড়ে। কর্মকর্তারা বলছেন, নতুন করে এসব নম্বরফর্দ ছাপাতে হলে নতুন করে বড় অঙ্কের টাকা খরচ হবে।
নাম প্রকাশ না করে শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা বলেন, নম্বরফর্দ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথি। এটাতে ভুল হওয়া যাবে না। তাহলে পরবর্তীতে নানা জায়গায় তাঁদের সমস্যায় পড়তে হবে। অনেকে জাল নম্বরফর্দও মনে করতে পারে।
ভুল তারিখে নম্বরফর্দ ছাপানোর বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৪১ হাজার নম্বরফর্দে তারিখ ভুল হয়েছে বলে জানতে পেরেছি। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কেননা, এসব নম্বরফর্দ বাতিল করার বিষয় আছে। আবার নতুন করে ছাপানোর বিষয়ও আছে। দায়বদ্ধতারও একটা বিষয় আছে–কেন এমন হলো।’
এখন নতুন করে নম্বরফর্দ ছাপাতে হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে জানিয়ে আবদুল আলীম বলেন, ‘নতুন করে ছাপাতে গেলে পুনরায় টাকা তো খরচ হবেই। সময়ও লাগবে। জবাবদিহির আওতায় এনে অর্থটা কি বোর্ড বহন করবে না দায়ী ব্যক্তিরা করবে–সেই সিদ্ধান্তে আসব।’
এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২ ডিসেম্বর। কিন্তু সেই পরীক্ষার নম্বরফর্দ কি না ছাপা ওই বছরের ৩ ফেব্রুয়ারির! এই ‘অসাধ্যসাধন’ করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। ভুল তারিখে ছাপানো বেশ কিছু নম্বরফর্দ এর মধ্যেই শিক্ষার্থীদের হাতে চলে গেছে।
শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বছরের ১৩ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু ভুলে নম্বরফর্দে তারিখ লেখা হয়েছে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি। অন্তত ৪১ হাজার নম্বরফর্দ এমন ভুল তারিখে ছাপানো হয়েছে।
ভুল তারিখে নম্বরফর্দ ছাপানোর বিষয়ে গতকাল মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথকে কারণ দর্শাতে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম। তিন কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
এখন ভুল তারিখে ছাপানো নম্বরফর্দগুলো সংশোধন করা হলে শিক্ষাবোর্ড বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে। আর যদি সংশোধন করা না হয়–তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীরা পড়বেন হয়রানির মুখে।
পরীক্ষা নিয়ন্ত্রককে দেওয়া কারণ দর্শানোর নোটিশেও সেটি উল্লেখ করা হয়েছে। চেয়ারম্যানের সই করা এই চিঠিতে বলা হয়, ভুল তারিখে নম্বরফর্দ মুদ্রণ হওয়ায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড ও সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুল তারিখে ছাপানো নম্বরফর্দ শিক্ষার্থীরা ব্যবহার সমস্যায় পড়তে পারে।
বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় আছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। কখনো ফল বিভ্রাট, কখনো আবার সেটি নিয়ে গঠিত তদন্ত কমিটি নিয়ে কাদা ছোড়াছুড়ি। এবার ভুল তারিখে নম্বরফর্দ ছাপানো।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় পাস করে ৮৯ হাজার ৮৯ জন। এর প্রায় অর্ধেকই ভুল তারিখে নম্বরফর্দ ছাপানো হয়ে গেছে। ২৮ মার্চ ভুলের বিষয়টি ধরা পড়ে। কর্মকর্তারা বলছেন, নতুন করে এসব নম্বরফর্দ ছাপাতে হলে নতুন করে বড় অঙ্কের টাকা খরচ হবে।
নাম প্রকাশ না করে শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা বলেন, নম্বরফর্দ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথি। এটাতে ভুল হওয়া যাবে না। তাহলে পরবর্তীতে নানা জায়গায় তাঁদের সমস্যায় পড়তে হবে। অনেকে জাল নম্বরফর্দও মনে করতে পারে।
ভুল তারিখে নম্বরফর্দ ছাপানোর বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৪১ হাজার নম্বরফর্দে তারিখ ভুল হয়েছে বলে জানতে পেরেছি। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কেননা, এসব নম্বরফর্দ বাতিল করার বিষয় আছে। আবার নতুন করে ছাপানোর বিষয়ও আছে। দায়বদ্ধতারও একটা বিষয় আছে–কেন এমন হলো।’
এখন নতুন করে নম্বরফর্দ ছাপাতে হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে জানিয়ে আবদুল আলীম বলেন, ‘নতুন করে ছাপাতে গেলে পুনরায় টাকা তো খরচ হবেই। সময়ও লাগবে। জবাবদিহির আওতায় এনে অর্থটা কি বোর্ড বহন করবে না দায়ী ব্যক্তিরা করবে–সেই সিদ্ধান্তে আসব।’
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
২৫ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
৪৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে