Ajker Patrika

তথ্য বাতায়নে ইউপি চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’, তদন্ত শুরু 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৩৫
তথ্য বাতায়নে ইউপি চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’, তদন্ত শুরু 

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউসুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ লেখা থাকার ঘটনাটায় তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায়কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।

আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রে পর্যালোচনা করেছেন সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায়।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে স্থানীয় এক সাংবাদিক জাতীয় তথ্য বাতায়নে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানের নামের পাশের লেখাটি তদন্ত করে দেখা হচ্ছে। টেকনিক্যাল দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে। ইউএনওর কাছে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রশাসনিকভাবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সহকারী প্রোগ্রামার বিষয়টি তদন্ত করে দেখছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

এ দিকে জাতীয় তথ্য বাতায়নে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ লেখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি পোর্টালে একজন জনপ্রতিনিধির নামের পাশে এমন শব্দ লেখা থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলাবাসী।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর লেখাটি মুছে ফেলা হয় এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেওয়া হয়। বাতায়ন ঘেঁটে দেখা গেছে, গত শনিবার সবশেষ বেলা ১টা ৫৭ মিনিটের দিকে তথ্য হালনাগাদ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত