Ajker Patrika

চট্টগ্রামে মারামারিতে পান বিক্রেতা নিহতের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ জুন ২০২৩, ২৩: ৫০
চট্টগ্রামে মারামারিতে পান বিক্রেতা নিহতের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে দুই পক্ষের মধ্যে মারামারি পর পান বিক্রেতার মৃত্যুর ঘটনায় হোটেল মালিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার হোটেল মালিক এনামুল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত ৮ জুন দিবাগত রাতে পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকায় একটি ভাত হোটেলের মালিক এনামুল হোসেন ও তাঁর কর্মচারীর সাথে মারামারির পর আলমগীর হোসেন (৫০) নামে এক পান বিক্রেতার মৃত্যু হয়। নিহতের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায়। তিনি ঘুরে ঘুরে এলাকায় পান বিক্রি করতেন। 

ওই ঘটনায় নিহত আলমগীরের ভাই মো. সেকান্দার বাদী হয়ে পতেঙ্গা থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

পতেঙ্গা থানা পুলিশ জানায়, তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আলমগীরের সাথে এনামুলের হাতাহাতি হয়েছিল। সেখানে যোগ দেন হোটেল কর্মচারী জহির। এরপর দুজনে মিলে আলমগীরকে মারধর করেন। এক পর্যায়ে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন আলমগীর। রাত ৯টার দিকে প্রতিবেশী একজন বাসায় গিয়ে দেখেন আলমগীরের সাড়াশব্দ নেই। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত