নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দুটি ব্যাংকের ৭৩১ কোটি ৮২ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে নুর জাহান গ্রুপের ছয় কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন। অভিযুক্তরা নুর জাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিজান ট্রেডার্স ও জাসমীর ভেজিটেবল অয়েল কোম্পানির মালিকানার সঙ্গে সম্পৃক্ত।
এ বিষয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যাশনাল ব্যাংক ও অগ্রণী ব্যাংকের উল্লেখিত পাওনা টাকা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত ছয়জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।’
জানা গেছে, মামলার বিবাদীর মধ্যে জাসমীর ভেজিটেবল অয়েল কোম্পানির মালিকানার সঙ্গে সম্পৃক্ত জসীম উদ্দিন, মিস্টার টিপু ও জহির আহমেদ নগরীর লালদীঘি এলাকার অগ্রণী ব্যাংক থেকে ঋণসুবিধা নেন। কিন্তু দীর্ঘদিন ঋণ পরিশোধ না করলে ব্যাংকের পক্ষ থেকে ২০১৩ সালে একটি মামলা দায়ের করা হয়। গত বছরের ৩১ মার্চ মামলার রায় হয়। একই বছরের ২০ নভেম্বর উল্লেখিতদের বিরুদ্ধে ৪৫৪ কোটি ১ লাখ ৭০ হাজার ৯৭৩ টাকা আদায়ে দায়ের করা হয় অর্থঋণ জারি মামলা। এই মামলায় বিচারক আজ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার আরজি অনুযায়ী ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক জুবিলি রোড শাখা থেকে ঋণ সুবিধা গ্রহণ করেন মিজান ট্রেডার্সের মালিকানার সঙ্গে সম্পৃক্ত মিজানুর রহমান, জাকির আহমেদ রতন ও মিসেস ফরহানা আলম। ঋণ পরিশোধ না করায় উল্লেখিতদের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা দায়ের করে ব্যাংক। সুদে-আসলে বর্তমানে এই ঋণের পরিমাণ দাঁড়ায় ২৭৭ কোটি ৮০ লাখ ৬৫ হাজার ১৩৮ টাকা ৭৩ পয়সা। এই টাকা আদায়ে গত বছরের ১৭ নভেম্বর বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। সেই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
চট্টগ্রামে দুটি ব্যাংকের ৭৩১ কোটি ৮২ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে নুর জাহান গ্রুপের ছয় কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন। অভিযুক্তরা নুর জাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিজান ট্রেডার্স ও জাসমীর ভেজিটেবল অয়েল কোম্পানির মালিকানার সঙ্গে সম্পৃক্ত।
এ বিষয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যাশনাল ব্যাংক ও অগ্রণী ব্যাংকের উল্লেখিত পাওনা টাকা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত ছয়জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।’
জানা গেছে, মামলার বিবাদীর মধ্যে জাসমীর ভেজিটেবল অয়েল কোম্পানির মালিকানার সঙ্গে সম্পৃক্ত জসীম উদ্দিন, মিস্টার টিপু ও জহির আহমেদ নগরীর লালদীঘি এলাকার অগ্রণী ব্যাংক থেকে ঋণসুবিধা নেন। কিন্তু দীর্ঘদিন ঋণ পরিশোধ না করলে ব্যাংকের পক্ষ থেকে ২০১৩ সালে একটি মামলা দায়ের করা হয়। গত বছরের ৩১ মার্চ মামলার রায় হয়। একই বছরের ২০ নভেম্বর উল্লেখিতদের বিরুদ্ধে ৪৫৪ কোটি ১ লাখ ৭০ হাজার ৯৭৩ টাকা আদায়ে দায়ের করা হয় অর্থঋণ জারি মামলা। এই মামলায় বিচারক আজ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার আরজি অনুযায়ী ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক জুবিলি রোড শাখা থেকে ঋণ সুবিধা গ্রহণ করেন মিজান ট্রেডার্সের মালিকানার সঙ্গে সম্পৃক্ত মিজানুর রহমান, জাকির আহমেদ রতন ও মিসেস ফরহানা আলম। ঋণ পরিশোধ না করায় উল্লেখিতদের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা দায়ের করে ব্যাংক। সুদে-আসলে বর্তমানে এই ঋণের পরিমাণ দাঁড়ায় ২৭৭ কোটি ৮০ লাখ ৬৫ হাজার ১৩৮ টাকা ৭৩ পয়সা। এই টাকা আদায়ে গত বছরের ১৭ নভেম্বর বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। সেই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
২ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে