Ajker Patrika

৭৩১ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে ৬ জনের নামে পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১০: ১৩
৭৩১ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে ৬ জনের নামে পরোয়ানা 

চট্টগ্রামে দুটি ব্যাংকের ৭৩১ কোটি ৮২ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে নুর জাহান গ্রুপের ছয় কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন। অভিযুক্তরা নুর জাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিজান ট্রেডার্স ও জাসমীর ভেজিটেবল অয়েল কোম্পানির মালিকানার সঙ্গে সম্পৃক্ত। 

এ বিষয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যাশনাল ব্যাংক ও অগ্রণী ব্যাংকের উল্লেখিত পাওনা টাকা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত ছয়জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।’ 

জানা গেছে, মামলার বিবাদীর মধ্যে জাসমীর ভেজিটেবল অয়েল কোম্পানির মালিকানার সঙ্গে সম্পৃক্ত জসীম উদ্দিন, মিস্টার টিপু ও জহির আহমেদ নগরীর লালদীঘি এলাকার অগ্রণী ব্যাংক থেকে ঋণসুবিধা নেন। কিন্তু দীর্ঘদিন ঋণ পরিশোধ না করলে ব্যাংকের পক্ষ থেকে ২০১৩ সালে একটি মামলা দায়ের করা হয়। গত বছরের ৩১ মার্চ মামলার রায় হয়। একই বছরের ২০ নভেম্বর উল্লেখিতদের বিরুদ্ধে ৪৫৪ কোটি ১ লাখ ৭০ হাজার ৯৭৩ টাকা আদায়ে দায়ের করা হয় অর্থঋণ জারি মামলা। এই মামলায় বিচারক আজ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

মামলার আরজি অনুযায়ী ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক জুবিলি রোড শাখা থেকে ঋণ সুবিধা গ্রহণ করেন মিজান ট্রেডার্সের মালিকানার সঙ্গে সম্পৃক্ত মিজানুর রহমান, জাকির আহমেদ রতন ও মিসেস ফরহানা আলম। ঋণ পরিশোধ না করায় উল্লেখিতদের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা দায়ের করে ব্যাংক। সুদে-আসলে বর্তমানে এই ঋণের পরিমাণ দাঁড়ায় ২৭৭ কোটি ৮০ লাখ ৬৫ হাজার ১৩৮ টাকা ৭৩ পয়সা। এই টাকা আদায়ে গত বছরের ১৭ নভেম্বর বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। সেই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত