কক্সবাজার প্রতিনিধি
আবারও মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কক্সবাজারে বাংলাদেশের জলসীমায় গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নাফ নদীর মোহনায় টেকনাফ-সেন্ট মার্টিনের যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়ার এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারের কোনো যাত্রী হতাহত না হলেও অন্তত ৫০ রাউন্ডের মতো গুলি ছোড়া হয় বলে জানা গেছে।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্ট মার্টিনের আব্দুর রশিদের মালিকানাধীন যাত্রীবাহী ট্রলারটি ৫০ থেকে ৫৫ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফিরছিল। পথে নাফ নদীর মোহনায় পৌঁছালে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।’
তিনি আরও বলেন, ‘ট্রলারে থাকা লোকজন গুলি বর্ষণের সময় শুয়ে পড়েন। এতে হতাহত না হলেও ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লেগেছে। এ সময় অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে ভিড়ে যাত্রীদের নামিয়ে দেয়।’
ট্রলারের যাত্রীরা জানান, ট্রলারটি শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনায় ঘোলার চরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি আসতে থাকে। এ সময় অন্তত ৫০ রাউন্ডের মতো গুলি ছোড়া হয়।
তথ্য মতে, চলতি বছরের ১ জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পণ্যসহ ১০ জন যাত্রীর একটি ট্রলারকে লক্ষ্য করে নাইক্ষ্যংছড়ির এলাকা থেকে প্রথমবারের মতো গুলি ছোড়ে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর গত ৫ জুন সেন্ট মার্টিনের স্থগিত হওয়া একটি কেন্দ্রে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ হয়।
ভোট গ্রহণ শেষে ফেরার পথে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ট্রলারকে লক্ষ্য করে একই পয়েন্টে গুলি করা হয়। এরপর আরও একাধিকবার গুলি করা হয়। প্রতিটি গুলিবর্ষণের ঘটনা বাংলাদেশের জলসীমায় ঘটেছে।
এ ছাড়া সম্প্রতি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি জান্তা বাহিনীকে হটিয়ে বাংলাদেশ সীমান্তের দেশটির বর্ডার গার্ড পুলিশের চৌকি দখল করে নেয় বিদ্রোহীরা।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি জেনেছি। কে বা কারা গুলি করেছে তা খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
আবারও মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কক্সবাজারে বাংলাদেশের জলসীমায় গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নাফ নদীর মোহনায় টেকনাফ-সেন্ট মার্টিনের যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়ার এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারের কোনো যাত্রী হতাহত না হলেও অন্তত ৫০ রাউন্ডের মতো গুলি ছোড়া হয় বলে জানা গেছে।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্ট মার্টিনের আব্দুর রশিদের মালিকানাধীন যাত্রীবাহী ট্রলারটি ৫০ থেকে ৫৫ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফিরছিল। পথে নাফ নদীর মোহনায় পৌঁছালে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।’
তিনি আরও বলেন, ‘ট্রলারে থাকা লোকজন গুলি বর্ষণের সময় শুয়ে পড়েন। এতে হতাহত না হলেও ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লেগেছে। এ সময় অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে ভিড়ে যাত্রীদের নামিয়ে দেয়।’
ট্রলারের যাত্রীরা জানান, ট্রলারটি শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনায় ঘোলার চরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি আসতে থাকে। এ সময় অন্তত ৫০ রাউন্ডের মতো গুলি ছোড়া হয়।
তথ্য মতে, চলতি বছরের ১ জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পণ্যসহ ১০ জন যাত্রীর একটি ট্রলারকে লক্ষ্য করে নাইক্ষ্যংছড়ির এলাকা থেকে প্রথমবারের মতো গুলি ছোড়ে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর গত ৫ জুন সেন্ট মার্টিনের স্থগিত হওয়া একটি কেন্দ্রে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ হয়।
ভোট গ্রহণ শেষে ফেরার পথে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ট্রলারকে লক্ষ্য করে একই পয়েন্টে গুলি করা হয়। এরপর আরও একাধিকবার গুলি করা হয়। প্রতিটি গুলিবর্ষণের ঘটনা বাংলাদেশের জলসীমায় ঘটেছে।
এ ছাড়া সম্প্রতি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি জান্তা বাহিনীকে হটিয়ে বাংলাদেশ সীমান্তের দেশটির বর্ডার গার্ড পুলিশের চৌকি দখল করে নেয় বিদ্রোহীরা।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি জেনেছি। কে বা কারা গুলি করেছে তা খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় করা দুই মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
৮ মিনিট আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ধর্ষণ ও নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ ও নিপীড়নের বিপক্ষে এ আন্দোলন
১১ মিনিট আগেঢাকায় এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার (ফায়ার ইস্টিংগুইশার) বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে