Ajker Patrika

সীতাকুণ্ডে তিন পুলিশ সদস্যের মৃত্যু: ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ায় যুবদল নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২১: ১০
সীতাকুণ্ডে তিন পুলিশ সদস্যের মৃত্যু: ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ায় যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন পুলিশ সদস্য নিহত এবং এক ইউপি সদস্যসহ দুই পুলিশ সদস্য আহতের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করার দায়ে মো.বাপ্পি (৩০) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকার শামসুল আলমের পুত্র এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, গত রোববার দুপুরে ফকিরহাট রেলক্রসিং এলাকায় পুলিশবাহী ভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনার পর সারা দেশের মানুষ যখন সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা ও সমবেদনার ছবি পোস্ট করেন। তখন ওই যুবদল নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আইডি থেকে ‘আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা’ লিখে পোস্ট করেন। ওই পোস্টে কিছু কুলাঙ্গার তাঁর সঙ্গে সুর মিলালে ও অনেকেই ধিক্কার জানানোর পাশাপাশি তাঁকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এতে মানুষের আহ্বানে ওই যুবদল নেতার ফেসবুক আইডির যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তোফায়েল আহমেদ আরও বলেন, গ্রেপ্তার ওই যুবদল নেতা ৪০ মামলার আসামি কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী। তাঁকে তথ্য-প্রযুক্তির আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত