Ajker Patrika

সোয়া ৩০০ কোটি টাকার ঋণখেলাপি: বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই জসিম গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫০
সোয়া ৩০০ কোটি টাকার ঋণখেলাপি: বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই জসিম গ্রেপ্তার

বিএনপির কারাবন্দী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরী (৬১) সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের দক্ষিণ ভাটিয়ারি এলাকার মৃত গোলাম হোসেন চৌধুরীর ছেলে এবং রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাবের হাতে গ্রেপ্তার কারাবন্দী আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ডবলমুরিং, পাঁচলাইশ, সীতাকুণ্ড, ঢাকার মতিঝিল ও গুলশান থানায় আটটি মামলা রয়েছে। সব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ তাঁকে ঋণখেলাপি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার বলেন, ‘গত ২৪ জানুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে শীর্ষ ২০ জন ঋণখেলাপির নাম প্রকাশিত হয়। তালিকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে কারাবন্দী আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ১ হাজার ১৪২ কোটি টাকা ঋণের কথা উঠে আসে। এরপর বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।’

নুরুল আবসার বলেন, ‘প্রাথমিক তদন্তে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার তথ্য পাওয়া যায়। এরপর প্রযুক্তির সহায়তায় আজ ভোরে ফেনীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।’ 

নুরুল আবসার আরও বলেন, ‘কারাবন্দী আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান রাইজিং স্টিল লিমিটেড পুরোনো জাহাজ কিনতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে আসলাম চৌধুরী ও তাঁর দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধুরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।’ 

র‍্যাব-৭ কর্মকর্তা বলেন, ‘মামলার পর থেকে পলাতক ছিলেন জসিম উদ্দিন চৌধুরী। গত ৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২ মার্চ দিন রাখেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত